নতুন করে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একাধিক বোমা ছোঁড়ার অভিযোগ। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান কামাল পুরকেইত। তবে বোমার আঘাতে তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় আইএসএফের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, দুষ্কৃতীদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় (Bhangar Violence)। তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী কামাল পুরকেইত। তাঁর বাড়ি ভাঙড়ের পাগলাহাট এলাকাতেই। অভিযোগ, সেই সময় ওই পাগলাহাট এলাকাতেই কামালকে দেখে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। অভিযোগ, পর পর দুটি বোমা ছোঁড়া হয়। যদিও অল্পের জন্য রক্ষা পেয়ে যান কামাল। তবে বোমার আঘাতে তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। স্থানীয় মানুষজনই আহত তৃণমূলকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী।
তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আইএসএফ নেতৃত্ব। অভিযোগ, এলাকাতে অশান্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরাই জড়িত। আইএসএফ জড়িত নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ। কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
