shono
Advertisement
Mamata Banerjee

নজরে নবান্ন: মোদির পর চলতি মাসেই সিঙ্গুরে মমতা, মিলবে শিল্পের বার্তা?

রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার আগে স্থানীয় বিজেপি নেতারা প্রচার করেছিলেন শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আদতে সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটি কথাও শোনা যায়নি মোদির মুখে।
Published By: Subhankar PatraPosted: 03:42 PM Jan 20, 2026Updated: 05:14 PM Jan 20, 2026

২০২৬ সালের নির্বাচনে আগে পাখির চোখ সিঙ্গুর! মোদির পর চলতি মাসেই সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর সফরের খবর চাউর হতেই সাজ সাজ রব জেলাজুড়ে। শিল্পের কোনও বার্তা দেন কিনা, সেই দিকেই নজর রয়েছে সবার। কোনও বড় ঘোষণা হতে পারে বলেও জল্পনা। 

Advertisement

রবিবার সিঙ্গুরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার আগে স্থানীয় বিজেপি নেতারা প্রচার করেছিলেন শিল্প নিয়ে বড় বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আদতে সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে একটি কথাও শোনা যায়নি মোদির মুখে। কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনও কথা বললেন না, তা নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপির অন্দরে। এবার মোদির সভার পরই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে শিল্পের কোনও বার্তা দেন কি না, সেই দিকেই নজর সবার। এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্যমন্ত্রী সভা। ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে।

এদিকে ইতিমধ্যেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগের সিলমোহর দিয়েছে রাজ্যমন্ত্রী সভা। ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু হয়েছে বলেও খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও প্রদান করা হবে।

বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে সিঙ্গুর অনুঘটকের কাজ করেছিল। শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের। ক্ষমতায় আসার ১৫ বছর পর ফের পাখির চোখ সেই সিঙ্গুর। হুগলির এই মাটিকে ঘিরে তৈরি হচ্ছে নানান সমীকরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement