shono
Advertisement
Bhola Ghosh

'জেলে বসে কলকাঠি নাড়ছে...', ন্যাজাট দুর্ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ শাহজাহান মামলার সাক্ষী ভোলার

খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 07:56 PM Dec 11, 2025Updated: 02:03 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাজাট দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন শেখ শাহাজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। তাঁর দাবি, "জেলে বসেই খুনের পরিকল্পনা করেছে শাহাজাহান। বাইরে থেকে সঙ্গী-সাথীর তার নির্দেশ মতো কাজ করেছে।" খুন ও খুনের চেষ্টার অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্দেশখালি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোসলেম শেখ, তসলিমা বিবি-সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ভোলা। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। 

Advertisement

সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। বুধবার সকালে আদালতের একটি কাজে যাচ্ছিলেন তিনি। গাড়িতে সঙ্গে ছিলেন ছোটো ছেলে ও চালক। ন্যাজোটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার পর রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও চালকের। 

ঘটনার পরই অভিযোগের আঙুল ওঠে জেলবন্দি শেখ শাহাজাহানের দিকে। বিজেপির তরফে রেখা পাত্র বুধবারই দাবি করেছিলেন, ভোলা ঘোষকে খুন করতেই পরিকল্পনামাফিক এই দুর্ঘটনা করা হয়েছে। বৃহস্পতিবার এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুললেন ভোলা। তিনি বলেন, "একটা ব়্যাকেট চলছে। জেলে বসেই শেখ শাহজাহান সব প্ল্যান করেছিল। আমি দেখেছিল আলিম মোল্লা গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ন্যাজাট দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন শেখ শাহাজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ।
  • তাঁর দাবি, "জেলে বসেই খুনের পরিকল্পনা করেছে শাহাজাহান। বাইরে থেকে সঙ্গী-সাথীর তার নির্দেশ মতো কাজ করেছে।" খুন ও খুনের চেষ্টার অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্দেশখালি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোসলেম শেখ, তসলিমা বিবি-সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ভোলা।
  • ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। 
Advertisement