শেখর চন্দ্র, আসানসোল: রাজ্যজুড়ে এসআইআরের কাজ প্রায় শেষ। প্রায় শেষ হতে চলেছে ডিজিটাইজেশনের কাজও। কিন্তু অভিযোগ, বৃহস্পতিবারের পরেও বিএলও-দের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট। আসছে নতুন নতুন কাজের ফরমান। জমা দেওয়া এনুমারেশন ফর্ম ভ্যারিফিকেশনে লাগবে আরও ডকুমেন্ট। যা আপডেট করতে হবে অ্যাপে। একদিনের মধ্যে সেই ডকুমেন্ট জমা করতে হবে বিএলওদের। বিএলওদের দাবি, নির্বাচন কমিশনের এই চাপ আর নেওয়া যাবে না। তাই কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সালানপুরের বিএলওরা।
আগের কাজ শেষ হওয়ার পরে এবার নতুন কাজ করতে নারাজ বিএলওদের একাংশ। শুক্রবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকে বিডিও অফিসের বাইরে ধরনা অবস্থানে বসেন বিএলওদের একাংশ।
রাজ্যে ১১ ডিসেম্বর শেষ হয়েছে এসআইআরের কাজ। বিএলওরা ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ করেছে। বারাবনি বিধানসভায় বাদ পড়েছে ৩১ হাজার ৩৩৫ জন ভোটারের নাম। এই বিধানসভার দুটি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়ছেন সালানপুর ব্লকে। এই ব্লকের ১ লাখ ২৮ হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে থেকে বাদ যাচ্ছে ২১ হাজার ৬৭৪ জনের নাম। প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে মিলেছে এই তথ্য।
১৪৫ জন বিএলও সালানপুরে কাজ করেছেন। কিন্তু এই বিএলও-দের একাংশর কাছে নতুন নতুন ফরমান আসায় তাঁরা বিভ্রান্ত। ডিজিটাইজেশনের পরেও এনুমারেশন ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য এসেছে বিজ্ঞপ্তি। ফলে কাজ শেষ হওয়ার পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখানো শুরু করেছেন বিএলওদের একাংশ। সালানপুর ব্লকের বিএলওরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
তাঁদের দাবি ১১ ডিসেম্বর এসআইআরের কাজ শেষ হওয়ার পরেও কেন নতুন করে কাজ দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলেই প্রতিবাদে নেমেছেন তাঁরা। যদিও সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানিয়েছেন, "নির্বাচন কমিশন যেমন যেমন নির্দেশ দিয়েছেন তেমনই কাজ করা হয়েছে। এই ব্লকের বিএলওরা খুব ভালো কাজ করেছেন। এমনকি পশ্চিম বর্ধমান জেলায় এই ব্লকেই বিএলওরা সব থেকে দ্রুত এনুমারেশন ফর্ম জমা করে নজির সৃষ্টি করেছেন। যাঁরা অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা এখনও আলোচনার টেবিলে আসেননি।" এই সমস্যা আলোচনার মধ্যে মিটে যাবে বলে বিশ্বাস বিডিওর।
