সঞ্জিত ঘোষ, নদিয়া: পথকুকুরকে ধাক্কা দেওয়ার প্রতিবাদের শাস্তি! টোটোচালকের হাতে প্রহৃত যুবক। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) শান্তিপুরে। টোটোচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত যুবক। গোটা ঘটনার নিন্দায় সরব পশুপ্রেমীরা।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। জানা গিয়েছে, শুভম সাহা নামে এক টোটোচালক রাস্তায় শুয়ে থাকা একটি সারমেয়কে ধাক্কা দেয়। বিষয়টি চোখে পড়ে আক্রান্ত সন্তু পোদ্দারের। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, এতেই বেজায় চটেন শুভম। তিনি লোহার রড নিয়ে চড়াও হন সন্তুর উপর। এলোপাথাড়ি মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটি পড়েন সন্তু। ঘটনাস্থলে উপস্থিত বাসিন্দারা দ্রুত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত টোটোচালক দীর্ঘদিন ধরেই এলাকায় দাদাগিরি চালাচ্ছেন। রাস্তাঘাটে তীব্র গতিতে গাড়ি চালানোর অভিযোগ তো আছেই, সাধারণ মানুষের সঙ্গে নাকি প্রায়ই দুর্ব্যবহার করেন ওই টোটোচালক। এবার মারধরের অভিযোগও উঠল শুভমের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শান্তিপুর থানার কর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। ঘটনার পর বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। পথকুকুরটির অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে।
