shono
Advertisement

ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক, গুরুংকে সরিয়ে সভাপতি কি বিনয়?

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পিনটেল ভিলেজে চতুর্থ দফার সর্বদল বৈঠক। The post ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক, গুরুংকে সরিয়ে সভাপতি কি বিনয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 AM Nov 20, 2017Updated: 02:58 PM Sep 23, 2019

ব্রতীন দাস, শিলিগুড়ি:  পাহাড়ে যে বিমল গুরুংয়ের প্রভাব আর তেমন নেই,  দার্জিলিংয়ের বিনয়পন্থীদের জনসভায় ভিড়ের বহর দেখেই তা টের পাওয়া গিয়েছে। মোর্চার সুপ্রিমো নন, বরং বিনয় তামাং-অনীত থাপাদের কথা শুনতেই এখন বেশি আগ্রহী পাহাড়বাসী। রবিবার দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে বিনয়পন্থীদের জনসভায় যোগ না দেওয়ার পাহাড়বাসীকে অনুরোধ জানিয়ে দু-দু’টি অডিও বার্তা জারি করেছিলেন বিমল গুরুং। কিন্তু, তারপরেও জনসভায় ভিড় উপচে পড়েছিল। এই পরিস্থিতিতে দলের রাশও নিজের হাতে নিতে তৎপর হলেন বিনয় তামাং। সোমবার ঘুমে বসছে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক। সূত্রের খবর, বৈঠকে মোর্চা সভাপতি থেকে বিমল গুরুং ও সাধারণ সম্পাদকের পদ থেকে রোশন গিরির অপসারণ একপ্রকার নিশ্চিত। কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিমলের স্ত্রী আশা গুরুং-কেও।

Advertisement

[দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতে আগুন ৬টি দোকানে]

ইউপিএ ধারায় মামলা দায়ের হওয়ার পর, গ্রেপ্তারি এড়াতে এখন পাহাড়-জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। বেশ কয়েকবার তাঁর ফিরে আসার কথা জানিয়ে পাহাড়ে পোস্টার পড়েছিল। কিন্তু, পাহাড়ে ফিরতে পারেননি গুরুং। এই সুযোগে পাহাড়ে দাপট বেড়েছে বিনয় তামাং-অনীত থাপার জুটির। পাহাড়ে গুরুংকে কোণঠাসা করতে বিনয়কেই জিটিএ-র অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কী তবে মোর্চার সভাপতির পদও হারাতে চলেছেন বিমল গুরুং? গুঞ্জন ক্রমশ জোরালো হয়েছে রাজনৈতিক মহলে।বিনয় তামাংয়ে ডাকে ঘুমে বৈঠকে বসতে চলেছেন মোর্চার কেন্দ্রীয় কমিটি। এই প্রথমবার বিমল গুরুং, রোশন গিরি ও বিমলের স্ত্রী আশাকে বাদ দিয়ে এই বৈঠক হচ্ছে। মোর্চার কেব্দ্রীয় কমিটিতে সদস্য ৫৪ জন। তাঁদের মধ্যে ৪ জন এখন জেলে। আর বাকি ৫০ জনের বেশিরভাগই ইতিমধ্যেই বিনয় শিবিরে নাম লিখিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, মোর্চার কেন্দ্রীয় কমিটিতে এখন বিনয়পন্থীদেরই পাল্লা ভারী। তাই দলের সভাপতি থেকে গুরুং ও সাধারণ সম্পাদক পদ থেকে রোশন গিরির অপসারণ প্রায় নিশ্চিত। এমনকী, কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিমল গুরুংয়ের স্ত্রী আশাকেও। শোনা যাচ্ছে, মোর্চার নতুন সভাপতি হতে পারেন বিনয় তামাং। সাধারণ সম্পাদকের পদে আসতে পারেন অনীত থাপা। বস্তুত মোর্চা সভাপতি পদ থেকে যে বিমল গুরুংকে সরানো হবে, রবিবারের জনসভায় সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন অনীত থাপা। তিনি বলেছেন, ‘একসময়ে  আমাকে যাঁরা মোর্চা থেকে বহিষ্কার করেছিলেন, তাঁরা এখন কীভাবে দলে থাকেন, সেটা দেখব।’ যদিও মোটরস্ট্যান্ডের জনসভায় ছিলেন না বিনয় তামাং। শোনা যাচ্ছে, মোর্চার সভাপতি হওয়ার পরই জনসভা করবেন তিনি।

এদিকে এরইমধ্যে সোমবার বিকেলেই শিলিগুড়িতে পৌছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিনটেল ভিলেজে পাহাড়ে নিয়ে চতুর্থ দফার সর্বদল বৈঠক। বৈঠকে পাহাড়ে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন বলে খবর।

[নীল নেশায় বুঁদ নবীন থেকে প্রবীণ, সুরাহায় এই হাসপাতাল] 

The post ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক, গুরুংকে সরিয়ে সভাপতি কি বিনয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement