সংবাদ প্রতিদিন ব্যুরো: ফের রাজ্য পুলিশ পদে রদবদল। দুই জেলায় পুলিশ সুপারদের বদলি করা হল। শুক্রবার রাজ্য পুলিশের ডিআইজি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, পূর্ব বর্ধমান ও বীরভূমের নতুন এসপি-দের নাম। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার সায়ক দাস। আর বীরভূমের দায়িত্ব নিলেন আমনদীপ। তিনি ছিলেন পূর্ব বর্ধমানের এসপি। বীরভূমে এতদিন যিনি এসপি-র দায়িত্ব সামলেছেন, সেই রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে রাজ্য় ট্রাফিক পুলিশ।
পুলিশ সুপারদের বদলির বিজ্ঞপ্তি।
বদলির বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূমের সদ্য প্রাক্তন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের এসপি পদে আনা হয়েছে। অবৈধ বালি খাদান নিয়ে সম্প্রতি অশান্ত বীরভূম নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে অভিযানে নামার নির্দেশ দেন। তারপর থেকে বালি খাদানগুলিতে পুলিশের তল্লাশি চলছিল। এই আবহে সেখানকার এসপি-কে বদলি করে আইপিএস আমনদীপকে আনা হল বীরভূমের দায়িত্বে।
পূর্ব বর্ধমানের নতুন এসপি সায়ক দাস।
আমনদীপ ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। দুর্গাপুজোর আগে তিনি ট্রেনিংয়ে গিয়েছিলেন। তাঁর জায়গায় এসএস, সিআইডি সায়ক দাসকে সেই জেলার ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে তিনি এই জেলার সঙ্গে বেশ খানিকটা পরিচিত। শুক্রবার তাঁকেই আপাতত পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করল রাজ্য পুলিশ। শুক্রবার থেকেই তাঁরা নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে জেলা পুলিশ প্রশাসনে প্রায়শয়ই রদবদল হয়। এটাও তেমনই এক রুটিন বদলি বলে দাবি রাজ্য পুলিশের।