shono
Advertisement
Arjun Singh

চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা নিজের কাজে খরচ! অবশেষে ভবানীভবনে সিআইডির মুখোমুখি অর্জুন সিং

সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি প্রাক্তন সাংসদের।
Published By: Paramita PaulPosted: 12:06 PM Jan 09, 2025Updated: 12:06 PM Jan 09, 2025

অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগ উঠেছে! সেই মামলায় এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে তলব করা হয়েছে বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং-কে। গোয়েন্দা তলবের পরই আজ, বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হবেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন সকালে জগদ্দলের নিজের বাসভবন থেকে ভবানীভবনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তাঁর ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার পুলিশি নোটিস পাঠানো হচ্ছে। সূত্রের খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে, এই অভিযোগ উঠেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার ভবানীভবনে ডাকা হয়েছে তাঁকে। ইতিপূর্বে একাধিক তলব এড়িয়েছেন তিনি।

সেই পরিপ্রেক্ষিতে আজ তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন সময় প্রাক্তন সংসাদ অর্জুন সিং। ভবানীভবনে যাওয়ার আগে তিনি বলেন, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতেন না, চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে। বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল, আমার সময় নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগ উঠেছে!
  • এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে তলব করা হয়েছে বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং-কে।
  • তদন্তকারীদের মুখোমুখি হবেন বিজেপি নেতা অর্জুন সিং।
Advertisement