shono
Advertisement

Breaking News

BJP Leader Join TMC

ভোটের আগে নিশীথ গড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার

তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি
Published By: Kousik SinhaPosted: 06:12 PM Jan 07, 2026Updated: 08:34 PM Jan 07, 2026

শান্তনু কর, জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস! তার আগেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটায় ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি নিরঞ্জন বর্মন। আজ বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। যা ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরঞ্জন বর্মন বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল।''

Advertisement

কয়েকমাসের মধ্যেই বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ভোটের মুখে ফের শুরু দল ভাঙনের খেলা! তাও আবার কিনা খোদ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের গড়েই। এদিন তৃণমূলের তরফে যোগদান কর্মসূচি করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ওয়ান B ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন ও অন্যান্য নেতৃত্ব। ছিলেন রাজ্যের মন্ত্রীর উদয়ন গুহও। তাঁর হাত ধরেই তৃণমূলের পতাকা ধরেন বিজেপির দীর্ঘদিনের কর্মী নিরঞ্জন বর্মন। তৃণমূলের দাবি, আজ থেকে নিরঞ্জন বর্মন তৃণমূলের হয়ে কাজ করবেন। শুধু তাই নয়, তাঁর দলবদলে বিজেপির শক্তি বাড়বে বলেও দাবি।

অন্যদিকে দলবদল করেই নিরঞ্জন বর্মন বলেন, "দীর্ঘদিন ধরে ঘরে বসেছিলাম। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদলের সিদ্ধান্ত" যদিও এই যোগদান প্রসঙ্গে এখনও পর্যন্ত বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি।
  • মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।
  • ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা।
Advertisement