অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম পাহাড়৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল বিরোধী প্রতিটি দলকে নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দেবে বিজেপিও। ফের নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাহাড়ে। শনিবার কালিম্পঙে (Kalimpong)বৈঠক করে বিজেপির জেলা সভাপতি কল্যাণ দেওয়ান জানিয়ে দেন, তারা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে। কিন্তু একাই লড়বে নাকি জোট বেঁধে, তা স্পষ্ট করেননি তিনি। তাঁর কথায়, “নির্বাচনে লড়ব আমরা। তবুও বিমল গুরুংয়ের ডাকা বৈঠকে যাচ্ছি আমরা। তৃণমূল ও অনীত থাপা বিরোধী দলগুলো আমাদের সঙ্গে জোট করতে চাইলে স্বাগত।”
সারা রাজ্যে সঙ্গে প্রায় ২০বছর পর পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) করাতে চায় সরকার। তাই পাহাড়ে এখন তুমুল ব্যস্ততা। প্রথমে অনীতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) বাদ দিয়ে প্রতিটি দল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছিল। কিন্তু আইন সংশোধন না হলে ত্রিস্তরীয় নির্বাচন হবে না, তা বুঝেই একে একে সকলে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এবার জোট বাঁধতে চাইছে পাহাড়ের বিরোধী দলগুলো।
[আরও পড়ুন: পুরনো তিক্ততার জের, ম্যাচ শেষে হাতও মেলালেন না সৌরভ-কোহলি! ভাইরাল ভিডিও]
বিমল গুরুং, অজয় এডওয়ার্ড ও বিনয় তামাং যে এক হয়ে গিয়েছে তা পাহাড়বাসী দেখেছে। এবার তাদের দলে জিএনএলএফ (GNLF) ও বিজেপিকেও (BJP) চাইছে তারা। আর তাই রবিবার দার্জিলিংয়ের জিডিএনএস হলে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল (TMC) বাদে সমস্ত দলের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বিমল গুরুং৷
[আরও পড়ুন: CBI জেরা এড়াতে পাঁচিল টপকে পালাচ্ছিলেন তৃণমূল বিধায়ক! ভাইরাল ভিডিওয় তুঙ্গে বিতর্ক]
যদিও বিমল গুরুংরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। দলের সাধারণ সম্পাদক রোশন গিরিকে (Roshan Giri) এবিষয় নিয়ে জানতে চাওয়া হলে বলেন, “এখনই এ বিষয় নিয়ে কোনও মন্তব্য নয়।” অন্যদিকে জিএনএলএফ সহ বিজেপি বৈঠকের কথা স্বীকার করে নিয়েছে। জিএনএলএফের মুখপাত্র নীরজ জিম্বা বলেন, “আমাদের কাছে চিঠি এসেছে। বিমল গুরুংরা অনিত ও তৃণমূল বিরোধী সব দলকেই ডেকেছে।”
অন্যদিকে দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, “রবিবার বিমল গুরুংদের ডাকা সর্বদলীয় বৈঠকে বিজেপির প্রতিনিধি উপস্থিতি থাকবে। তাদের কী সিদ্ধান্ত বা কি নিয়ে আলোচনা হবে তা আমাদের প্রতিনিধি আমাদের রিপোর্ট দেবে। পাহাড়ে দুর্নীতি দমনের স্বার্থে যদি বিমল গুরুং বা অনিত ও তৃণমূল বিরোধী শক্তিগুলো একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়, তাহলে সেই প্রস্তাব দলের অন্দরে আলোচনা হবে। তাদের কী নীতি বা দাবি রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। বিজেপির জোট সঙ্গী জিএনএলএফের সঙ্গেও আলোচনা হবে যে বিমল-সহ বিরোধীদের নিয়ে কাজ করা যাবে কি না।”