ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পাটের দরের ঊর্ধ্বসীমা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ‘বিদ্রোহী’ অর্জুন সিং (Arjun Singh)। এবার পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বারাকপুরের বিজেপি সাংসদের। এদিকে, আগামী ৪ মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত তৃণমূলের। “ডাকলে যাব”, মুখ খুলে জল্পনা বাড়ালেন অর্জুন সিং।
দিনকয়েক আগেই বাংলার পাটশিল্প, জুটমিল নিয়ে ‘বিদ্রোহ’ ঘোষণা করেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন। কিন্তু গোয়েল তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আন্দোলনে নামতে আপত্তি নেই সাংসদের। রাস্তায় নেমে আন্দোনের হুঁশিয়ারিও দেন তিনি।
[আরও পড়ুন: সম্পত্তির লোভে বৈবাহিক সম্পর্কের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে, গ্রেপ্তার ‘প্রতারক’ নববধূ]
এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন তিনি।