shono
Advertisement
Laxmir Bhandar

সরকারের ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটারদের খোঁচা বিজেপি বিধায়কের

পালটা দিল তৃণমূল।
Published By: Paramita PaulPosted: 07:56 PM Mar 24, 2025Updated: 08:15 PM Mar 24, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের বিজেপি নেতার মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য। ভোটারদের 'ভিখারি' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। তাঁর কথায়, "সরকার ভোটের জন্য ভিক্ষা দেয় আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে।" ভোটারদের এভাবে অপমান করার ফলেই বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করে বলে দাবি মন্ত্রী প্রদীপ মজুমদারের।

Advertisement

কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের উদ্যোগে 'গ্রামোদ্যোগ বিকাশ যোজনা' প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে শুরু হল সেলাইয়ের প্রশিক্ষণ। সোমবার বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল-সহ বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে গিয়েই রাজ্য সরকারের সামাজিক ও জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, "কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের উদ্যোগে আমরা বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাঙ্কে টাকা আসবে কীভাবে সংসার চলবে, সেই ভেবেই মানুষ অসহায় বোধ করছে। কিন্তু আমাদের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে পিছিয়ে পড়া এলাকায় আর্থিক বিকাশও ঘটবে। একইভাবে সেলাই মেশিন, মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।"

তিনি আরও বলেন, "রাজ্য সরকার পুরো ব্যর্থ। কারণ তারা চায় লক্ষ্মীর ভাণ্ডার, ভাতা, ভিক্ষা দিতে। কারণ তারা শুধু ভোট চায়। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়। আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই। সেই জন্যই বিনা পয়সায় সেলাই মেশিন দেওয়া হচ্ছে। সারা দুর্গাপুর জুড়ে গরিব ছেলে, মেয়েদের নিয়ে সেলাই মেশিনে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। আর তারা স্বনির্ভর হয়ে এগিয়ে যাবে।"

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী শিবির 'লক্ষ্মীর ভাণ্ডার'কে ভিক্ষা বলে প্রচার করেছিল বাংলায়। ভোটে তাদের চরমভাবে প্রত্যাখ্যান করেছে বাংলা। পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আমদানি করে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। তাই কীভাবে এই প্রকল্পের তারা সমালোচনা করছে, তা নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "লাডলি বহেনা করল কেন তবে? বিজেপিশাসিত রাজ্যে কেন এই প্রকল্প রয়েছে? ওরা কেন ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে? রাজ্যের মানুষকে এই সব বলে লাগাতার অপমান করছে ওরা। এই জন্যই মানুষ বারবার ওদের প্রত্যাখ্যান করে ও আগামিদিনেও করবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিজেপি নেতার মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য।
  • ভোটারদের 'ভিখারি' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।
  • ভোটারদের এভাবে অপমান করার ফলেই বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করে বলে দাবি মন্ত্রী প্রদীপ মজুমদার।
Advertisement