shono
Advertisement

The Kashmir Files: ‘বাংলায় রাজনীতির শিকার ‘দ্য কাশ্মীর ফাইলস”, বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ

৫৪ জন দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে ওই বিজেপি সাংসদের ছবিটি দেখতে যাওয়ার কথা।
Posted: 12:10 PM Mar 19, 2022Updated: 12:35 PM Mar 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে চলছে জোর আলোচনা। এবার এই ছবি নিয়েই বাংলায় ‘ঘৃণ্য’ রাজনীতি হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করে বসলেন নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শনিবার ৫৪ জন দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে এই ছবি দেখতে যাবেন বলেও জানান তিনি।

Advertisement

সম্প্রতি দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহে প্রায় ১৫ মিনিট বিনা নোটিসে ছবির শো বন্ধ করে দেওয়া হয়। সেই একই ঘটনার সাক্ষী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও (Balurghat)। সেখানেও শো চলাকালীন ১৫ মিনিট ছবি প্রদর্শনী বন্ধ হয়ে যায়। পরপর ঘটে যাওয়া এই দুই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, রাজ্যে ছবির প্রদর্শনী সরাসরি বন্ধ করে দেওয়া হচ্ছে না। তবে ছবিটি যাতে ব্যবসা করতে না পারে, তাই চক্রান্ত করা হচ্ছে। সিনেমা হলের মালিকের অ্যাসোসিয়েশনগুলিকে ব্যবহার করে ছবিটিকে ইচ্ছাকৃতভাবে লোকসানের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তাঁর।

[আরও পড়ুন: হোলির দিনই বিপর্যয়, পাঁচতলা থেকে পড়ে মৃত বলিউড পরিচালকের ১৭ বছরের ছেলে]

শনিবার ৫৪ জন দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে ছবি দেখতে যাওয়ার কথা বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP MP Jagannath Sarkar)। অনলাইনে ছবির টিকিট বুক করতে গিয়েও সমস্যায় পড়ছেন বলেই দাবি। অনলাইনে আসন ফাঁকা দেখা গেলেও টিকিট দেওয়া হচ্ছে না বলেই দাবি তাঁর। প্রত্যেককে এই ছবিটি দেখার আহ্বান জানান বিজেপি সাংসদ।

১৯৯১ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার ও ভূস্বর্গ ছাড়ার ঘটনাকে প্রেক্ষাপট করে তৈরি এই ছবি প্রথম থেকেই বিতর্কের মুখে পড়েছিল। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ছবিটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত ছবিটির কর মকুব করা হয়েছে। তবে এই ছবিটি নিয়ে বিরুদ্ধ মতও রয়েছে। সূত্রের খবর, এই ছবি তৈরির পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর শত্রু ক্রমশ বাড়ছে। সে কারণে তাঁকে ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

[আরও পড়ুন: হোলিতে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা, টুইটারে ট্রেন্ডিং ‘ঋতিকা আপনা কুত্তা সামাল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার