সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পিস্তল নিয়ে এবার বিজেপির মিছিল৷ ভাইরাল ভিডিও ঘিরে পুরুলিয়ায় দেখা দিয়েছে তুমুল বিতর্ক৷ বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে সন্ত্রাস ও পুলিশের অত্যাচারের প্রতিবাদে মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে বিজেপি৷ অভিযোগ, বিজেপির ওই প্রতিবাদ মিছিলে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে ‘পিস্তল’ উঁচিয়ে হাঁটতে দেখা গিয়েছে৷ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিলে হাঁটার ১০ সেকেন্ডের ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাওয়ায় গোটা পুরুলিয়াজুড়ে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ এই গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে পুরুলিয়া জেলা বিজেপি৷
কারণ গত রামনবমীতে পুরুলিয়া শহরে বজরং দলের শোভাযাত্রায় একজনকে এইভাবেই ‘পিস্তল’ উঁচিয়ে মিছিলে অংশ নিতে দেখা গিয়েছিল। আর সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় তা রঘুনাথপুর থানা-সহ পুরুলিয়া জেলা পুলিশের কাছেও চলে এসেছে। পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।” ওই দিন রঘুনাথপুরের ওই মিছিলে বিজেপির পঞ্চায়েতের প্রদেশ প্রমুখ মুকুল রায়, দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী-সহ দলের একাধিক নেতা ও কর্মী৷ আর ওই ভাইরাল হওয়া ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।
বিশ্বকাপের আবহে ফুটবলের প্রচারে মঞ্চে ৯ কন্যার অভিনব নাচ
The post পিস্তল উঁচিয়ে বিজেপির মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পুরুলিয়া appeared first on Sangbad Pratidin.
