Advertisement
মনোকিনিতে মৌনী, অফ শোল্ডার গাউনে অপ্সরা দিশা, নেটপাড়ায় আগুন ধরালেন দুই নায়িকা
বছরশেষে কোথায় গেলেন দুই 'স্টার' বান্ধবী?
কথায় বলে, বাঙালির পায়ের তলায় সর্ষে। বেড়ানোর নাম শুনেই মুখে হাসি ছড়িয়ে পড়ে। মৌনী রায়ও তার ব্যতিক্রম নয়। কানাঘুষো, বছরশেষে গোয়ায় গার্লস ট্রিপে রয়েছেন অভিনেত্রী।
এবারের ট্রিপেও মৌনীর সঙ্গী দিশা। আরও বন্ধুরা যদিও রয়েছেন এই দুই কন্যার সঙ্গে, তবে মৌনী-দিশাই তাঁদের মধ্যমণি।
মৌনীর শেয়ার করা ছবিতেই দেখা গেল, চেটেপুটে বর্ষবরণের স্বাদ উপভগ করছেন দিশা এবং বাকি বন্ধুদের সঙ্গে। সঙ্গে অভিনেত্রীদ্বয়ের পোষ্যরাও রয়েছে।
কখনও মনোকিনি পড়ে সমুদ্র সৈকতে, কখনও আবার রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছেন বলিউডের দুই নায়িকা। নজর কাড়ল মৌনীর গেরুয়া পোশাক। আর অফ শোল্ডার গাউনে অপ্সরা দিশা।
আর ট্যুরের সেসব বিশেষ মুহূর্তই লেন্সবন্দি করে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লেখা- 'পজিটিভলি এক্সটিক'। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ইতিবাচকভাবে অসাধারণ'।
আসলে মৌনী এবং দিশা দুজনেই 'লিভিং অফ আর্টে' বিশ্বাসী। মাঝেমধ্যেই ব্যস্ত শিডিউলের অবসরে সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক চর্চায় যান তাঁরা।
Published By: Sandipta BhanjaPosted: 09:23 PM Dec 31, 2025Updated: 09:23 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
