অর্ণব দাস: পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে ‘উদ্বেগে’র মাঝে অর্জুন সিংকে দিল্লিতে জরুরি তলব। শনিবার দুপুর ৩টে ২০ মিনিটের বিমানে দিল্লি পাড়ি দেবেন তিনি। রাত দশটা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
একের পর এক নেতার বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি (BJP)। ‘বিদ্রোহের সুর বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের গলাতেও। পাটশিল্পের দুরবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন সাংসদ। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন। কিন্তু গোয়েল তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আন্দোলনে নামতে আপত্তি নেই সাংসদের। রাস্তায় নেমে আন্দোনের হুঁশিয়ারিও দেন তিনি।
[আরও পড়ুন: তিন মাস ধরে দাউদাউ জ্বলেছিল নালন্দার পাঠাগার, কেন এই মহাবিহার ধ্বংস করেছিলেন খিলজি]
এই পরিস্থিতিতে শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠান তিনি। পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। আন্দোলনে পাশে থাকার আরজিও জানান তিনি। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি দলবদল করতে চলেছেন অর্জুন সিং? বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন তিনি?
এই প্রেক্ষাপটেই এবার অর্জুন সিংকে জরুরি তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে রাত দশটা নাগাদ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। দিল্লি রওনা হওয়ার আগে বিজেপি সাংসদ জানান, সমস্যা মেটার আশা নিয়েই দিল্লি পাড়ি দিচ্ছেন তিনি। অর্জুন সিংয়ের ‘বিদ্রোহে’ রাশ টানতেই কি জরুরি তলব কেন্দ্রীয় নেতৃত্বের, উঠছে প্রশ্ন। অর্জুনের দিল্লি সফরের পরই জল্পনার অবসান হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।