shono
Advertisement

পঞ্চায়েত বোর্ড গঠনের আলোচনার মাঝেই জয়ী TMC প্রার্থীকে খুনের চেষ্টা! কাঠগড়ায় বিজেপি

নদিয়ায় চাঞ্চল্য।
Posted: 12:45 PM Aug 06, 2023Updated: 12:45 PM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election) মিটলেও অশান্তি অব্য়াহত। এবার বোর্ড গঠনের আলোচনার সময় জয়ী তৃণমূল প্রার্থীকে কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সপরিবারে ফেরার ওই রাজনৈতিক কর্মী। যদিও গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনের ১০ দিন আগে অভিযুক্ত কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।

Advertisement

শুক্রবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। আগামী ১০ আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে বোর্ড গঠন নিয়ে আলোচনা চলছিল। গ্রামের মাঠে বসে বোর্ড গঠন নিয়ে আলোচনা করছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী। অভিযোগ, সেই সময় অভিযুক্ত বিশ্বজিৎ কুন্ডরী মাঠে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের উত্যক্ত করছিলেন। তৃণমূল এমনকী মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।

[আরও পড়ুন: ছেলের বিয়েতে বিপুল দেনা! পাওনাদারের তাগাদায় চরম সিদ্ধান্ত ফুচকা বিক্রেতার]

তৃণমূল কর্মীদের দাবি, এর মাঝেই তৃণমূলের জয়ী প্রার্থীকে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মী কোপ মারেন। জখম হন শাসক দলের আরও এক নেতা। দুজনেই হাঁসখালির হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক অভিযুক্ত বিশ্বজিৎ কুন্ডারী। স্থানীয় সূত্রে খবর, এর আগেও একাধিকবার নানা অশান্তির সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। যদিও গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ১০ দিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement