সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election) মিটলেও অশান্তি অব্য়াহত। এবার বোর্ড গঠনের আলোচনার সময় জয়ী তৃণমূল প্রার্থীকে কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সপরিবারে ফেরার ওই রাজনৈতিক কর্মী। যদিও গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনের ১০ দিন আগে অভিযুক্ত কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।
শুক্রবার গভীর রাতে নদিয়ার হাঁসখালি থানার ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। আগামী ১০ আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে বোর্ড গঠন নিয়ে আলোচনা চলছিল। গ্রামের মাঠে বসে বোর্ড গঠন নিয়ে আলোচনা করছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী। অভিযোগ, সেই সময় অভিযুক্ত বিশ্বজিৎ কুন্ডরী মাঠে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের উত্যক্ত করছিলেন। তৃণমূল এমনকী মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।
