shono
Advertisement

ফের বিস্ফোরণ এগরায়, রাস্তায় পড়ে থাকা বোমায় হাত উড়ল শ্রমিকের

কৌটোবোমা বিস্ফোরণে এই বিপত্তি বলে জানা গিয়েছে, আতঙ্কে কাঁপছে গ্রাম।
Posted: 06:42 PM Jan 21, 2024Updated: 07:25 PM Jan 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে পড়ে থাকা বোমায় বিস্ফোরণ (Blast)। হাত উড়ে গেল শ্রমিকের। ঘটনাস্থল সেই এগরা। আহত শ্রমিকের চোখেও আঘাত লেগেছে বলে খবর। রবিবার বিকেল নাগাদ এগরার (Egra) বর্তনা গ্রামে নিজের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছিলেন বছর পঞ্চান্নর রাইজুদ্দিন। আচমকা বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাইজুদ্দিনের চোখেও আঘাত লেগেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। 

Advertisement

বিস্ফোরণে হাত উড়ে গেল প্রৌঢ় শ্রমিকের। বাঁ চোখেও আঘাত।

বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে। রাস্তার উপর এভাবে বোমা ফেলে রাখল কে? উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্ন উঠছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক অনুমান, কৌটোবোমা পড়ে ছিল। তা ফেটেই বিপত্তি। এর নেপথ্যে কারা, তার সন্ধানে নেমেছে পুলিশ। 

[আরও পড়ুন: রামসেবায় দরাজহস্ত, ১০০১ কেজি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত]

উল্লেখ্য, গত বছর এই এগরাতেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল অন্তত ১১ জনের। যেখানে বাজি তৈরি হচ্ছিল, সেখানে বাজির আড়ালে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। কী উদ্দেশে বাড়িতে এত বিস্ফোরক, সেই তদন্ত চলছে এখনও। আর এই ঘটনার পর থেকেই বিস্ফোরণস্থল হিসেবে কুখ্যাত হয়েছে এগরা। ফের এখানে বিস্ফোরণ ঘটল। রাস্তার পাশে পড়ে থাকা সেই কৌটোবোমা ফেটে হাত হারালেন শ্রমিক। আঘাত পেলেন চোখেও।

[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার