জাহাজে হু হু করে ঢুকছে জল। মুড়িগঙ্গায় (Muri Ganga River) বিপদের মুখে ১২ নাবিক। মৎস্যজীবী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রাণ বাঁচল তাঁদের। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১১ জনই বাংলাদেশি বলে খবর। প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মুড়িগঙ্গা নদীর (Muri Ganga River) চড়ায় ধাক্কা লাগে এমভি তামজীদ নামের একটি জাহাজের। সেটি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী অতিক্রম করার সময় আচমকাই একটি ডুবো চড়ায় ধাক্কা লাগে জাহাজটির। সংঘর্ষের ফলে জাহাজের মাঝখানের অংশ ফেটে গিয়ে বড় ছিদ্র তৈরি হয়। হু হু করে জল ঢুকতে শুরু করে। ফলে জাহাজটি ডুবতে শুরু করে। ভিতরে আটকে যায় ১২ জন নাবিক। জাহাজটি ডুবতে দেখে নৌকা নিয়ে কাছাকাছি পৌঁছে যান মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় সাগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ বাহিনী। মৎস্যজীবী ও পুলিশের অধিকারিকদের যৌথ প্রচেষ্টায় একে একে জাহাজে থাকা ১২ জন নাবিককেই সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কুয়াশার জন্য দৃশ্যমানতার অভাবে ধাক্কা নাকি, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা দেখা হচ্ছে।
