দ্রুত গতিতে ছুটছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনের হুকে আটকে মৃতদেহ। খেজুরির কৃষ্ণনগর থেকে কাঁথি স্টেশন পর্যন্ত দেহ নিয়ে ছুটল ট্রেন। ভয়ানক দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য কাঁথিতে (Contai)।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম ছবিরানি বেরা। বয়স ৫৯ বছর। বাড়ি খেজুরির কৃষ্ণনগর এলাকায়। অনুমান, হাওড়া থেকে দিঘাগামী (Digha) তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন তিনি। মুহূর্তের মধ্যে তিনি ট্রেনের সামনের অংশে আটকে যান। দুর্ঘটনার পর, ট্রেনের হুকে তাঁর দেহ আটকে যায়। সেই অবস্থাতেই দ্রুত গতিতে ছুটতে থাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। অবশেষে কাঁথি স্টেশনে তাঁর দেহটি চোখে পড়ে কর্তৃপক্ষের। সঙ্গে সেটি উদ্ধার করে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানেই দেহটির ময়নাতদন্ত করা হবে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বছরখানেক আগে মহিলার বড় ছেলে একটি ট্রেন দুর্ঘটনায় মারা যান। তারপরই সেই শোকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। স্থানীয়রা জানাচ্ছেন, ছবিরানী দেবী কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ছেলের মৃত্যুর অবসাদেই তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
