shono
Advertisement
Rohit Sharma

'অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, এবার ভারতের প্রতিপক্ষ...', টিম ইন্ডিয়াকে 'ইতিহাস ক্লাস' রোহিতের

হিটম্যানকে এবার বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। তাছাড়াও সম্প্রচারকারী চ্যানেলে বিশ্বকাপ নিয়ে আবেগপ্রবণও হতে দেখা গিয়েছে তাঁকে।
Published By: Prasenjit DuttaPosted: 03:40 PM Jan 22, 2026Updated: 03:40 PM Jan 22, 2026

ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে রোহিত শর্মাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি। এর আগে আর কোনও সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়নি। হিটম্যানকে এবার বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস তুলে ধরে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাছাড়াও সম্প্রচারকারী চ্যানেলে বিশ্বকাপ নিয়ে আবেগপ্রবণও হতে দেখা গিয়েছে তাঁকে। 

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলের বিজ্ঞাপনে কী বলেছেন রোহিত? "অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা - এই দলগুলি ছাড়াও ভারতের সামনে এবার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে ইতিহাস। ইতিহাস বলে, টি-টোয়েন্টিতে আজ পর্যন্ত কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পরেরবার কাপ জেতেনি। ইতিহাস বলে, কোনও দলই তাদের ঘরের মাঠে কাপ জেতেনি। ইতিহাস এ কথাও বলে, কোনও দল তিনবার ট্রফি জেতেনি। কিন্তু এটা কোনও ইতিহাসের ক্লাস নয়, খেলার মাঠ। আমরা এবার হিস্ট্রি ডিফিট করে হিস্ট্রি রিপিট করব (ইতিহাসকে পরাজিত করে তার পুনরাবৃত্তি করব)।" বলছেন হিটম্যান। 

বিজ্ঞাপনটি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেন হিটম্যান। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক ভক্ত কমেন্টে লেখেন, 'ইন্ডিয়া চা রাজা রোহিত শর্মা স্যর' (ভারতের রাজা রোহিত)। আরেকজন লেখেন, 'এটা হিটম্যানের ক্লাস।' উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৬ সেঞ্চুরি। যা আর কারও নেই।

তাছাড়াও সম্প্রচারকারী চ্যানেলের এক শোয়ে হিটম্যান বলেন, "বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা অদ্ভুত এক অভিজ্ঞতা হবে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সব ক'টা বিশ্বকাপে অংশ নিয়েছি। এবার ঘরে বসে খেলা দেখতে হবে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। অবসর কী জিনিস, সেটা বোঝা যায় যখন কোনও বিশ্বকাপ বাইরে বসে থাকতে হয়। এবার স্টেডিয়াম থেকে খেলা দেখব। সেই অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। নিঃসন্দেহে অন্য রকম অভিজ্ঞতা হতে চলেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement