অমিতলাল সিং দেও, মানবাজার: পুরুলিয়ায় কাঁসাই নদীতে ভাসছিল এক মহিলার মৃতদেহ। রবিবার সকালে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করেছে নদী থেকে। তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার এলাকার মধ্যে দিয়েই বয়ে গিয়েছে কাঁসাই নদী। বুধপুরের কাঁসাই নদীর উপরের সেতু থেকে জলে কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। পরে অনুমান করা হয়, সেটি একটি দেহ। এরপরেই আশেপাশের মানুষজন ভিড় করেন নদীর ধারে। পুলিশে খবর দেওয়া হয়। পুঞ্চা ও মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
দুজনকে জলে নামিয়ে ওই সেতুর নীচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আশেপাশের স্থানীয় কোনও মহিলা নিখোঁজ রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। এটি খুন নাকি আত্মহত্যা? সেই প্রশ্ন উঠেছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন রয়েছে, কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি জলে ভেসে এসেছে কিনা, সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকাতেও খোঁজখবর করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।