জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুলিশকে পেটানোর নিদানের পর, জয়েন্ট বিডিওর ছাল তুলে নেওয়ার হুমকি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। বুধবার ডেপুটেশন দিতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে বিতর্কের ঝড়। তৃণমূলের কটাক্ষ, একজন জেল খাটা সমাজবিরোধী, বিধায়ক হয়েছে এটা বনগাঁর মানুষের কাছে লজ্জার। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিজেপিকে মানুষ তাড়া করবে বলে কটাক্ষ তৃণমূলের।
কেন বিজেপির ডেপুটেশন? পদ্ম শিবিরের দাবি, দিন কয়েক আগে বিজেপির গাইঘাটার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা মণ্ডল ঘোষ বিডিও অফিসে গেলে তাঁকে অপমান করেছেন জয়েন্ট বিডিও। এই অভিযোগ তুলে বুধবার গাইঘাটা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল। সেই মোতাবেক ব্লক অফিসের গেটের সামনে প্রচুর বিজেপি কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা বিডিও অফিসের গেট ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করেন। আগে থেকে মোতায়েন পুলিশ বাধা দেয়। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর বিক্ষোভ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে বির্তকিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক স্বপন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ তৃণমূলের দালালি করে তাহলে, চেলাকাঠ দিয়ে পিটিয়ে ছাল তুলে নেবেন।" পরে বিধায়ক আরও বলেন, "আমাদের মহিলা সদস্যকে অপমান করেছেন জয়েন্ট বিডিও। ঘটনাটি বিডিওকে জানিয়েছি। জয়েন্ট বিডিওকে ক্ষমা চাইতে হবে। তৃণমূলের দালালি করলে চেলাকাঠই দাওয়াই। জনগণ ক্ষেপে গিয়েছে।"
পুলিশকে পেটানো মন্তব্যের পর, জয়েন্ট বিডিওকে পিটিয়ে ছাল তুলে নেওয়ার হুমকিতে বিধায়ককে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা বলেন, "একজন জেলখাটা সমাজবিরোধী, বিধায়ক হয়েছে এটা বনগাঁর মানুষের কাছে লজ্জার ৷ আগামী ভোটে মানুষ ওঁর জামানত বাজেয়াপ্ত করবে। বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার পলিসি নিয়েছে ৷" তিনি আরও বলেন, "এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর মানুষ ওঁকে তাড়া করবে।"
