shono
Advertisement
Jhargram

বাড়ির দোতলা থেকে নামতে পারেননি! ঝাড়গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 04:51 PM Dec 17, 2025Updated: 05:17 PM Dec 17, 2025

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: মাটির দোতলা বাড়ির উপরতলায় ছিলেন বৃদ্ধ। আগুন লেগে যাওয়ায় তিনি আর বেরোতে পারেননি! অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) বেলিয়াবেড়া থানার তাল গ্রামে। মৃতের নাম মঙ্গল মল্লিক। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বাড়ির দুই মহিলা সন্ধ্যা মল্লিক ও সবিতা মল্লিক। সন্ধ্যা মল্লিক সম্পর্কে নিহত মঙ্গল মল্লিকের স্ত্রী। ঘটনায় এলাকায় শোকের ছায়া। কীভাবে ঘটনা ঘটল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাল গ্রামের ঘিঞ্জি এলাকায় রয়েছে মঙ্গল মল্লিলদের অ্যাসবেটসের ছাউনি দেওয়া মাটির দোতালা বাড়িটি। মঙ্গলের ছেলে ঝন্টু তার দুই ছেলেকে নিয়ে মনিপুরে কাজ করেন। এই বাড়ির দোতলায় নিয়মিত রান্না হত বলে জানা গিয়েছে। আর সেই জন্য প্রচুর জ্বালানি কাঠও মজুত ছিল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও রান্না হচ্ছিল বলে খবর। বৃদ্ধ মঙ্গল গতকাল রাতে দোতলাতেই ছিলেন। তাঁর স্ত্রী ও বৌমা একতলায় ছিলেন।

আগুনে পুড়ে গিয়েছে বাড়ি। নিজস্ব চিত্র

রাতে কোনওভাবে ওই বাড়িতে আগুন লেগে যায়। মাটির বাড়ি হওয়ায় ও প্রচুর সংখ্যায় কাঠ মজুত থাকায় নিমেষে ওই আগুন ছড়িয়ে যায়। সবিতা কোনওক্রমে তাঁর শাশুড়ি সন্ধ্যাকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। বাড়িতে থাকা ছাগলগুলিকেও উদ্ধার করা হয়। কিন্তু দোতলায় আগুনে আটকে পড়েন মঙ্গল। প্রতিবেশীরা পুলিশ ও দমকলকে খবর দেন। তাঁরাও আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন এতটাই বিধ্বংসী ছিল যে দোতলা থেকে কোনওভাবে বার করা সম্ভব হয়নি। অগ্নিদগ্ধ মঙ্গলকে উদ্ধর করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সদস্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাটির দোতলা বাড়ির উপরতলায় ছিলেন বৃদ্ধ।
  • আগুন লেগে যাওয়ায় তিনি আর বেরোতে পারেননি!
  • মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার তাল গ্রামে।
Advertisement