shono
Advertisement
Sonarpur

সম্পর্ক ভাঙা চলবে না, বন্দুকের ছবি হাতে প্রেমিকার বাড়ি গিয়ে 'তাণ্ডব' নাছোড় প্রেমিকের!

প্রেমের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চায়নি নাছোড় প্রেমিক! তরুণীকে সম্পর্কে রাখতে কোনও অনুনয়-বিনয় নয়, রীতিমতো বাড়ি বয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, এই বলে মোবাইল ফোনে তরুণীকে বন্দুকের ছবিও দেখানো হয় বলে অভিযোগ।
Published By: Suhrid DasPosted: 07:57 PM Jan 17, 2026Updated: 08:03 PM Jan 17, 2026

প্রেমের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চায়নি নাছোড় প্রেমিক! তরুণীকে সম্পর্কে রাখতে কোনও অনুনয়-বিনয় নয়, রীতিমতো বাড়ি বয়ে এসে হুমকি দেওয়ার অভিযোগ তরুণের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, এই বলে মোবাইল ফোনে তরুণীকে বন্দুকের ছবিও দেখানো হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। গ্রেপ্তার করা হয়েছে ওই গুণধর ও তার দুই সঙ্গীকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ধৃত প্রেমিকের নাম গৌতম গায়েন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের শীতলা এলাকার বাসিন্দা শুচিষ্মিতা সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জয়নগরের বকুলতলার বৈদ্যেরচকের বাসিন্দা গৌতম গায়েনের। কিছুদিন আগে ওই সম্পর্ক থেকে তরুণী বেরিয়ে আসতে চান। যোগাযোগও প্রায় কমিয়েছিলেন তিনি। এতেই জেদ চেপে গিয়েছিল গুণধর প্রেমিকের। কেন সম্পর্ক ভাঙা হবে? এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়! অভিযোগ, পাশাপাশি চলে হুমকি।

তাও কাজ না হওয়ায় বুধবার সটান সোনারপুরে ওই তরুণীর বাড়িতে হাজির হয় ওই গুণধর। সম্পর্ক ভাঙলে ফল ভালো হবে না। ভয়ঙ্কর পরিণতি হবে, সেই হুমকি দেওয়া হয়! শুধু তাই নয়, তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, মোবাইলে সেই ছবিও দেখানো হয় বলে অভিযোগ। সেসময় দেখেই আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। সোনারপু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ জয়নগরে অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় গুণধর প্রেমিক গৌতম গায়েনকে। তাকে জেরা করে পুলিশ বহরু এলাকার দুই দুষ্কৃতীর খোঁজ পায়। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মনিরুল শেখ এবং হাসু রহমান লস্কর। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার ধৃতদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement