জমি বিবাদ ও গাছ কাটাকে কেন্দ্র করে বচসা! তাতেই দাদা ও বউদিকে খুনের অভিযোগ উঠল কাকাতো ভাইয়ের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে জোড়া খুন ঘটনাটি ঘটেছে কোচবিহারে (Cooch Behar)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃত দম্পতির নাম দিলীপ বর্মন ও শম্পা বর্মন। তাঁরা কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার ভোগমারা এলাকার বাসিন্দা। দম্পতির সঙ্গে তাঁদের কাকাতো ভাই নারায়ণ বর্মনের বিবাদ ছিল। বুধবার সকালে দাদা দিলীপের সঙ্গে গাছ কাটা নিয়ে বচসা বাধে ভাই নারায়ণের। চিৎকার শুনে ছুটে আসেন তাঁর স্ত্রী শম্পা। অভিযোগ, বাদানুবাদ চরমে পৌঁছলে হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে দিলীপ ও তাঁর স্ত্রীকে কোপাতে থাকেন নারায়ণ। রক্তে ভেসে যায় এলাকা। চিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়দের ছুটে আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত।
স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্ত নারায়ণ মানসিক ভারসাম্যহীন। আগেও কয়েকজনকে মারধর করছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা বলেন, "কাকাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন দাদা-বউদি। গাছ কাটা ও জমি বিবাদের জন্য এমন ঘটনা মনে হচ্ছে।" ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারায়ণ পলাতক তাঁর খোঁজে তল্লাশি চলছে। এক পুলিশ কর্তা বলেন, "দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।"
