সুবীর দাস, কল্যাণী: জাল পাসপোর্ট কেলেঙ্কারির মধ্যে জাতি শংসাপত্র পাওয়ার জন্য জাল নথি দেওয়ার অভিযোগ উঠল হরিণঘাটার দুই যুবকের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার তাঁদের আদালতে পেশ করলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম সুমন ঘোষ এবং সুশংকর সানা। তাঁরা দুজনেই হরিণঘাটার দিঘল গ্রামের বাসিন্দা। সম্প্রতি, দুজনে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন। নথিপত্র হাতে পেয়ে সন্দেহ হয় হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের। এরপরই হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়িতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। গত ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর তৈরি প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। এই আবহে নদিয়ায় জাল নথি দিয়ে জাতি সংশাপত্র পাওয়ার চেষ্টায় গ্রেপ্তার হলেন দুই যুবক।