জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অন্য জায়গায় তাঁদের যাওয়ার কথাও ছিল। কিন্তু সেটি আর সম্ভব হল না। তার আগে বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ওই তিন জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে তিনজন এদেশে এসেছিলেন। তাঁদের কাছে কোনও কাগজপত্র ছিল না। বৃহস্পতিবার রাতে তাঁদের কলমবাগান এলাকায় দেখা যায়। ওই তিনজন এলাকায় ঘুরছেন, সেই কথা জেনে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে একাধিক কথায় অসঙ্গতি পাওয়া যায়। অনুপ্রবেশকারী হিসেবে তাঁরা সীমান্ত পেরিয়ে এসেছিলেন, জানতে পেরেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মহম্মদ সোয়াব মিয়া, হাসান মিয়া ও ইয়াসিন সরকার। তাঁদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নড়াইল ও গাজিপুর জেলায়| দালালদের মাধ্যমে তাঁরা এদেশে এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁদের খোঁজেও তল্লাশি চলছে। প্রাথমিক জেরায় ওই তিনজন জানিয়েছে, তাঁদের বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে ভারতের জাল পরিচয়পত্র তৈরি করানো হত। সেই কাগজপত্র দেখিয়ে জাল পাসপোর্ট তৈরি করা ছিল সময়ের অপেক্ষা। তবে সেই কথা কতটা বিশ্বাসযোগ্য? কোথা থেকে সেই জাল পরিচয়পত্র তৈরি হবে? সেইসব খোঁজ করছেন তদন্তকারীরা।
আজ শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়। সাত দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক তাঁদের চার দিনের পু্লিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃতদের আরও তলিয়ে জেরার প্রয়োজন বলে জানাচ্ছেন তদন্তকারীরা।