জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: হিন্দু নির্যাতনে অশান্ত বাংলাদেশ। একের পর এক ভারতবিরোধী কথা বলে যাচ্ছেন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই পরিস্থিতিতে সৌহার্দ্যের নজির গড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এদেশে মৃত্যু হয়েছে ভারতীয় ভাইয়ের। তাই শেষবারের মতো ভাইকে দেখতে চেয়েছিলেন বাংলাদেশের নাগরিক বোন। সেই ইচ্ছেই পূরণ করেছে বিএসএফ। কাঁটাতারের ওপারে থাকা বোনকে নো ম্যানস ল্যান্ডে এসে ভাইকে দেখার সুযোগ দিলেন জওয়ানরা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাগদা থানার মুস্তফাপুর জিরো লাইনে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া গাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা আবদুল খালিদ মণ্ডলের মৃত্যুর খবর বাংলাদেশের সর্দার বারিপোতা গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। মৃত ভাইকে শেষ বিদায় জানানোর জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে কাতর অনুরোধ জানান আবদুলের বোন।
এরপর বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের কাছে অনুরোধ জানাতেই কোম্পানি কমান্ডার আবদুলের পরিবারকে মৃতদেহ দেখার জন্য অনুমতি দেন। সেই অনুযায়ী বিএসএফ ও বিজিবির সমন্বয়ের মধ্যে নো ম্যানস ল্যান্ডে মৃত আবদুল খালিদকে দেখতে আসেন তাঁর বোন এবং আত্মীয়রা। ভাইয়ের মুখ দেখে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফেরার পথে বিএসএফকে বিশেষ কৃতজ্ঞতা জানালেন তাঁরা। মুস্তাফাপুরের স্থানীয় এক বাসিন্দার কথায়, "ভারতীয় ভাইকে জিরো পয়েন্টে দেখলেন বাংলাদেশি বোন। আর এটা সম্ভব হল আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য।" এনিয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষের মানবিক ও সামাজিক চাহিদা পূরণের জন্যও ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।