shono
Advertisement

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকস্তব্ধ ভাটপাড়া 

শহিদের পরিবারের পাশে থাকার আশ্বাস পৌর প্রতিনিধিদের।
Posted: 04:43 PM Jun 06, 2023Updated: 08:07 PM Jun 06, 2023

অর্ণব দাস: মাসাধিককাল পরেও মণিপুরে হিংসা (Manipur Violence) অব্যাহত। অশান্তিতে প্রাণ হারিয়েছেন ৭৫ জন। আহত অসংখ্য। গৃহহীন কয়েক হাজার মানুষ। এবার সে রাজ্যে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন বাংলার জওয়ান রঞ্জিত যাদব (Ranjit Yadav)। মঙ্গলবার গভীর রাতে সেরুতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে ভাটপাড়ার বাসিন্দা রঞ্জিতের। এলাকার বাসিন্দা বীর জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। শোকাহত পরিবার।

Advertisement

জঙ্গিদের গুলিতে নিহত রঞ্জিত যাদব ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুগিয়াপাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে উত্তর-পূর্বের রাজ্যে কর্তব্য পালনে যান তিনি। সোমবার রাতেও স্ত্রী কৌশল্যা যাদবের সঙ্গে কথা হয়েছিল রঞ্জিতের। সেই সময় ফোনে গুলির আওয়াজ পেয়ে স্বামীকে নিয়ে আশঙ্কায় ভুগছিলেন কৌশল্যা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। সকাল ৭টা থেকে নাগাদ কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন রঞ্জিত।

[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে POCSO আইনে অভিযোগ তুলে নিল নাবালিকা! অভিযুক্তর বাড়িতে পুলিশ]

শোকসংবাদ পাওয়ামাত্র ভাটপাড়া পৌরসভা বেশ কয়েকজন প্রতিনিধি শহিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রঞ্জিত। স্ত্রী এবং পুত্রসন্তান ছাড়াও রয়েছে বৃদ্ধ বাবা-মা, দুই বোন (এক বোন দৃষ্টিহীন) এবং এক বেকার ভাই। জওয়ানের মৃত্যুতে শোকগ্রস্ত পরিবার ভবিষ্যতে সংসার কীভাব চলবে তা নিয়ে চিন্তিত। এই অবস্থায় পরিবারটিকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভাটপাড়া পৌরসভার প্রতিনিধিরা। এক পৌর প্রতিনিধি বলেন, “চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরিবারের যাতে একটা উপার্জনের ব্যবস্থা হয় তার চেষ্টা করব আমরা। পরিবারের পাশে আছি এবং থাকব। যিনি দেশের জন্য এত করলেন, তাঁর পাশে সবার দাঁড়ানো উচিত।”

[আরও পড়ুন: ওড়িশা রেল দুর্ঘটনা: মৃত্যু বাংলার ১০৩ জনের, কটক হাসপাতালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement