shono
Advertisement

সীমান্তে অস্ত্র পাচার রুখতে গুলি বিএসএফের, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

বাগদার মধুপুর সীমান্তে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
Posted: 06:07 PM Sep 30, 2023Updated: 06:29 PM Sep 30, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সীমান্তে অস্ত্র পাচার রুখতে গুলি চালাল বিএসএফ (BSF)৷ গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগের মধ্য থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি গুলি উদ্ধার করল বিএসএফ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগদা (Bagda) থানার মধুপুর সীমান্ত এলাকায়৷

Advertisement

বিএসএফ জানিয়েছে, চোরাকারবারীরা ভারত (India) থেকে অস্ত্র বাংলাদেশে (Bangladesh) নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মধুপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতে নজরদারি ক্যামেরায় বাংলাদেশ দিক থেকে ৩ জনকে আসতে দেখেন৷ তার মধ্যে একজনকে ভারতের থেকে কিছু জিনিসপত্র নিয়ে সীমান্তের দিকে আসতে দেখেন। পাচারকারীদের সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে জওয়ানরা তাঁদের দাড়াতে বলে৷ বারণ না শুনে তাঁরা সীমান্তর দিকে এগোতে থাকলে জওয়ানরা শূন্যে গুলি (Blank Fire) চালায়৷

[আরও পড়ুন: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! বিরাট কোহলির পরিবারে আসছে নতুন সদস্য?]

গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ঝোপের আড়ালে পালিয়ে যায়। পরে ওই এলাকায় গিয়ে তল্লাশি চালালে একটি ব্যাগ উদ্ধার করে বিএসএফ৷ তার মধ্যে পিস্তল, গুলি, ম্যাগাজিন ছিল৷ উদ্ধার হওয়া অস্ত্র  (Arms) বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে৷ দুষ্কৃতীরা অবশ্য পলাতক। তবে তারা কারা, সেসবের খোঁজ চলছে। মধুপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে।

[আরও পড়ুন: ‘বাস আটকালে হেঁটেই যাব’, ‘দিল্লি চলো’ সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ তৃণমূল কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার