shono
Advertisement
By-election

বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মিটল ভোটগ্রহণ পর্ব, সর্বোচ্চ হার তালড্যাংরায়

Published By: Tiyasha SarkarPosted: 07:38 AM Nov 13, 2024Updated: 06:36 PM Nov 13, 2024

বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচনের পাশাপাশি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেল বুধবার। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মোড়া ছিল  ভোটগ্রহণ কেন্দ্রগুলি। সুষ্ঠু ভোটগ্রহণে  প্রস্তুত  ছিল কমিশনও। ভোটগ্রহণের প্রতিমুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ। 

Advertisement

সন্ধে ৬.৩০: সন্ধে পর্যন্ত ৬ কেন্দ্রের ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল তালড্যাংরায়, ৭৫.২০ শতাংশ। হাড়োয়ায় ভোট পড়ল ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুরে ৭১.৮৫, সিতাইয়ে ৬৬.৩৫, মাদারিহাটে ৬৪.১৪ এবং নৈহাটিতে সবচেয়ে কম, ৬২.১০ শতাংশ ভোট পড়ল। 

সন্ধে ৬: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব মিটল। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায়।

বিকেল ৫.২৪: ভোটের শেষবেলায় মেদিনীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়া এলাকার ২৮৩ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। তৃণমূল কাউন্সিলর নিরুপমা কোঙার সিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ।

বিকেল ৪.২৯: দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের ৬টি বিধানসভায় ভোটের হার ৫৯.৯৮ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৫৮ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৫৭.৯৮ শতাংশ। নৈহাটিতে ভোট পড়েছে ৫২.৪০ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ৬৩.১১ শতাংশ ভোট পড়েছে। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৬১.৫৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৬৫ শতাংশ।

বিকেল ৪.১৯: হাড়োয়া বিধানসভার ২১৪ নম্বর বুথে ভোট দিলেন হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবদুল খালেক মোল্লা। শফিক আহমেদ গার্লস হাই স্কুলে ভোট দেন আবদুল খালেক। তিনি বহিরাগত বলে অভিযোগ উঠেছিল। 

ভোট কেন্দ্রে আবদুল খালেক মোল্লা।

দুপুর ৩.৪৩: দুপুর ১টা পর্যন্ত ছটি বিধানসভায় ভোটের হার ৪৫.৫৯ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৪৫ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৪৬.১৮ শতাংশ। নৈহাটিতে ভোটের হার ৩৯.৭৫ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ভোট পড়েছে ৪৭.১০ শতাংশ। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৪৬.২৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৪৮ শতাংশ। 

 

দুপুর ২.০১:  মেদিনীপুরে ভোট কেন্দ্রের কিছুটা দূরে মুড়ি-ছোলার ব্যবস্থা। তা ঘিরে তুঙ্গে বিতর্ক। 

দুপুর ১.১৫: হাড়োয়ার মানিকপুরে আক্রান্ত আইএসএফের পোলিং এজেন্ট।

বেলা ১২.২৩:  বুথে ঢুকে দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ। তুমুল উত্তেজনা মাদারিহাটে। আটক বিজেপি প্রার্থী। হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে।

বেলা ১২.২০: হাড়োয়ায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। উত্তেজনা মহব্বতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্য়ালয়ে।

সকাল ১১.৪৬: সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ৩০ শতাংশ।

সকাল ১১.৩৩:  সস্ত্রীক ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। স্মৃতিকণা শ্রী অরবিন্দ হাই স্কুলে ভোট দেন তাঁরা।

সকাল ১১.৩০: মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে বিক্ষোভ। তুমুল উত্তেজনা। 

সকাল ১১.২০: ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানাল কমিশন।

সকাল ১১.১১: সিতাইয়ে ইভিএম-এ বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুমুল উত্তেজনা। 

সকাল ১১.১০:  হাসপাতালে মৃত্যু ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতার। 

সকাল ১০.২৫:  রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। দাবি করলেন, কোথাও বিরোধী দলের এজেন্টদের পোলিং বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। এমনকি ভোটারদেরও ভয় দেখানোর অভিযোগও করলেন তিনি। নির্বাচন কমিশনের  হস্তক্ষেপের দাবি করলেন তিনি।

সকাল ১০.১০:  গুলিকাণ্ডের প্রভাব যেন না পড়ে ভোটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ কমিশনের। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।

সকাল ৯.৪৫: সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।

 সকাল ৯.৩০: ভোটের দিনও প্রচারে নৈহাটির  বিজেপি প্রার্থী রূপক মিত্র। নৈহাটিতে গণপিটুনিতে মৃত সুরজের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের ভোট দিতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে শাসকদল।

 সকাল ৯.২০: নৈহাটিতে ভোট। এই পরিস্থিতিতে ভাটপাড়ায় চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের ওয়ার্ড সভাপতি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। পার্থ ভৌমিকের অভিযোগ ঘটনার নেপথ্যে অর্জুন সিং। 

সকাল ৯.০১: মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে কে গৃহবন্দি করেছে পুলিশ।  তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

সকাল ৯.০১:  টোটোয় করে বিলি করা হচ্ছে প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ। তালড্যাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

বাঁকুড়ায় ভোটকেন্দ্রের বাইরে লাইনে ভোটাররা।

সকাল ৮.৩০:  মাদারিহাটে বুথের ভিতরে আলো কম। ভোট দিতে সমস্যা। ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে কমিশনে।

সকাল ৮.৩০: ভোট দিলেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গে ছিলেন স্বামী, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

সকাল ৮.১০: ভোটের সকালে  কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন ওয়ানড়ের বিজেপি প্রার্থী। বললেন, মানুষ তাঁদের সঙ্গে আছে।  

 

সকাল ৮.০৮: নৈহাটির বড়মার মন্দিরে তৃণমূল প্রার্থী সনৎ দে।  উপনির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে মন্দির। তা সত্ত্বেও ভিতরে ঢুকে পুজো দিয়ে বিক্ষোভের মুখে প্রার্থী।

সকাল ৭.৫৫: সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। শান্তিপূর্ণভাবে ভোটদানের বার্তা দিলেন তিনি। 

মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো।

সকাল ৭.৪৯: নৈহাটির ৬৯ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট শুরুর ১৫ মিনিটের মধ্যেই কমিশনে অভিযোগ বিজেপির।

সকাল ৭.৩৭: ভোট শুরু হতেই উত্তেজনা হাড়োয়ার সদরপুরে। তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী বিমল দাস। 

সকাল ৭.৩৪: ভোট শুরু হতে না হতেই খারাপ ইভিএম। হাড়োয়ার ১৪ নম্বর বুথে গিয়ে ফিরে যেতে হল ভোটারদের।

সকাল ৭.৩২: সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।  

সকাল ৭.০১: কড়া নিরাপত্তায় শুরু হল বাংলার উপনির্বাচন ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটারদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন মোদি। 

 

সকাল ৬.৫৫: উপনির্বাচন শুরুর আগের রাত থেকেই উত্তপ্ত শাসন-সহ বিভিন্ন এলাকা। নৈহাটিতে সিপিআইএমএলের এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement