shono
Advertisement
Arjun Singh

'রাশিয়ার বিষ দিয়ে আমাকে-শুভেন্দুকে খুনের ষড়যন্ত্র রাজ্যের', বিস্ফোরক অর্জুন

ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে অর্জুন সিআইডি দপ্তরে হাজিরা দিলেন।
Published By: Paramita PaulPosted: 11:42 AM Nov 14, 2024Updated: 12:52 PM Nov 14, 2024

অর্ণব দাস, বারাকপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খুনের ষড়যন্ত্র! খুন করা হতে পারে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও। আর তা বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ অর্জুন সিং-ই।

Advertisement

ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে অর্জুন সিংকে (Arjun Singh) আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। এদিন সকাল ১১টার মধ্যে তাঁর ভবানী ভবন পৌঁছনোর কথা। সময়ের মধ্যে তিনি পৌঁছেও যান। এদিন সকাল ১০টা নাগাদ জগদ্দলের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অর্জুনের দাবি, "তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে।" এর পরই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি।

ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায়, "অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।" এর পর তাঁর আরও বিস্ফোরক দাবি,"আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।"

উল্লেখ্য, আইবির 'থ্রেট পারসেপশন' রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর পর অর্জুনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্র!
  • খুন করা হতে পারে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও।
  • তা বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে।
Advertisement