shono
Advertisement
Dheusagar

এখনই ভাঙছে না ঢেউসাগরের 'অবৈধ' নির্মাণ, পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে ঢেউসাগর নির্মাণের কাজ শুরু করে।
Published By: Sayani SenPosted: 05:18 PM Apr 05, 2025Updated: 05:18 PM Apr 05, 2025

গোবিন্দ রায়: দিঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভাঙার স্থগিতাদেশের সময়সীমা বাড়ল। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তার ফলে খুশি পর্যটকরা।

Advertisement

গত জানুয়ারিতে দিঘার ঢেউ সাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। তিন মাসের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার ওই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আপাতত ঢেউসাগর ভাঙা হচ্ছে না।

বাঙালি পর্যটকদের পছন্দের তালিকায় দিঘা। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নিউ দিঘায় তৈরি হয়েছে ঢেউসাগর। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে ঢেউসাগর নির্মাণের কাজ শুরু করে। থিম পার্কের পাশাপাশি ঢেউসাগরের মধ্যে রয়েছে বিভিন্ন রাইড। যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো হন। উপকূল বিধিভঙ্গের অভিযোগে জাতীয় পরিবেশ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলাতে আদালত জানিয়েছিল, ৩ মাসের মধ্যে দিঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে এলাকাটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। পরিবেশ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে ঢেউসাগর নির্মাণের কাজ শুরু করে।
  • এখনই ভাঙছে না ঢেউসাগরের 'অবৈধ' নির্মাণ।
  • পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের।
Advertisement