সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছিল অর্চনা মজুমদারের বিরুদ্ধে। এবার পুরো ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও নোটিস পাঠাল রাজ্যের তদন্তকারী দল সিআইডি।
[ ভরদুপুরে ফুটপাতে মহিলাকে ধর্ষণ, ভ্রুক্ষেপই নেই পথচলতি মানুষের ]
বহিষ্কৃত সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নম্রতা দত্ত। তাঁর দাবি ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত তাঁর সঙ্গে সহবাস করেন। কিন্তু পরে টাকা দিয়ে মিটমাট করে নিতে চান। এতে যারপরনাই অপমানিত বোধ করেন মহিলা। সমস্ত প্রমাণ-সহ তিনি পুলিশের দ্বারস্থ হন। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছেও তিনি তাঁর অভিযোগের প্রতিলিপি পাঠান। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন চাঞ্চল্যকর ভিডিও ও ছবি। নম্রতার সঙ্গে ঋতব্রতর ঘনিষ্ঠতা ও সম্পর্ক নিয়ে আর কোনও সন্দেহই ছিল না। অভিযোগ পেয়ে ঋতব্রতকে নোটিস পাঠায় সিআইডি। যদিও তিনি হাজিরা এড়ান। এ মধ্যেই পুরো ঘটনায় নাম জড়ায় মুকুল রায়ের ঘনিষ্ঠ অর্চনা মজুমদারের। নম্রতার অভিযোগ ছিল, এই মহিলা তাঁকে ফোন কের পুরো ঘটনা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। সেই সংক্রান্ত এসএমএস-ও দেখান তিনি। তাঁর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নম্রতা। সেই অভিযোগের ভিত্তিতে এবার অর্চনা মজুমদারকেও তলব করল সিআইডি। তাঁর উদ্দেশ্যেও নোটিস পাঠাল রাজ্যের গোয়েন্দা দল।
যদিও অভিযুক্ত অর্চনা মজুমদারের বক্তব্য ছিল, তিনি নম্রতাকে এমন কোনও ফোন করেননি। বালুরঘাটের তরুণীই তাঁকে ফোন করেন। ঋতব্রত ইস্যুতে তিনি কোনওভাবেই মাথা ঘামাননি। অর্চনাদেবীর বক্তব্য, মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ার কারণে তিনি টার্গেট হয়েছেন। এ বিষয়ে বিবৃতি প্রকাশের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এখন দেখার, গোয়েন্দাদের সাহায্য করতে তিনি এগিয়ে আসেন কিনা। তাঁর বক্তব্য ঋতব্রত কাণ্ডে অনেকটাই আলোকপাত করবে বলে মনে করা হচ্ছে।
[ বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকা ঘুষ, বিস্ফোরক অভিযোগ এই নেতার ]
The post ঋতব্রত কাণ্ডে মুকুল ঘনিষ্ঠ অর্চনাকে নোটিস সিআইডির appeared first on Sangbad Pratidin.
