shono
Advertisement

Breaking News

Basirhat

কনস্টেবল পরীক্ষার প্রশ্ন পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 02:33 PM Nov 30, 2025Updated: 03:05 PM Nov 30, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: রাজ্য পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। ধৃতদের নাম গণেশ বাছাড়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আজ, রবিবার রাজ্যে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা রয়েছে। কড়া নজরদারিতে ওই পরীক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। ওই পরীক্ষা শুরুর আগের রাতে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে। মোটা টাকা ফেললেই মিলবে ওই পরীক্ষার প্রশ্নপত্র! এই কথা বলে বেশ কয়েকজন পরীক্ষার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা গণেশ বাছাড় তুলেছিলেন বলে অভিযোগ। প্রশ্নপত্র আগাম পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক লক্ষ টাকা তিনি পকেটে পুড়েছিলেন !

এদিকে টাকা দিয়েও পরীক্ষার্থীরা প্রশ্নপত্র আগাম হাতে পাচ্ছিলেন না বলে অভিযোগ। এদিকে টাকাও ফেরত দেওয়া হচ্ছিল না! কিছু পরীক্ষার্থী বিষয়টি বসিরহাট থানায় জানিয়েছিলেন। এরপরই পুলিশ কালবিলম্ব না করে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সিভিক ভলান্টিয়ার গণেশ বাছাড়ের নাম উঠে আসে। শনিবার রাতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কত টাকা এভাবে বাজার থেকে তোলা হয়েছে? প্রশ্নপত্র কি তিনি সত্যিই পেয়েছেন? নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয়েছিল? আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত? সেসব বিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য পুলিশের পরীক্ষার আগেই প্রশ্ন হাতে দেওয়া হবে বলে লক্ষ লক্ষ টাকার প্রতারণা!
  • ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে।
  • ধৃতদের নাম গণেশ বাছাড়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার