shono
Advertisement
Nandigram

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড! তৃণমূল প্রার্থীদের বাড়ি ভাঙচুর, আহত ১২

ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা।
Published By: Tiyasha SarkarPosted: 12:03 PM Jan 25, 2026Updated: 03:57 PM Jan 25, 2026

আজ রবিবার নন্দীগ্রামের (Nandigram) রানিচক সমবায় সমিতির নির্বাচন। তার আগে শনিবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযোগ, তৃণমূলের প্রার্থীদের বাড়িতে তাণ্ডব চালায় বিজেপি। রীতিমতো ভাঙচুর করা হয়। পরবর্তীতে দু'পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা। তার মাঝেই শুরু ভোট প্রক্রিয়া।

Advertisement

নন্দীগ্রামে আক্রান্ত যুবক।

আজ রানিচক সমবায় সমিতির নির্বাচন। সেখানে আসন মোট ৪৫ টি। পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছে। মোট ১ হাজার ৪০ জন ভোটার ৮০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ। তবে তার আগেই শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালায় বিজেপির কর্মী-সমর্থকরা। পালটা দেয় তৃণমূলও। রীতিমতো লাঠি-বাঁশ নিয়ে আক্রমণ, পালটা আক্রমণ চলে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। আহত হন ১২ জন। তাঁদের মধ্যে ৫ জনের চোট ছিল গুরুতর। ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিজেপির অভিযোগ, তাঁদের বিরুদ্ধে যে ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমেদাবাদের হরিজনপল্লিতেতে তৃণমূল হামলা চালায়। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও থমথমে এলাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement