shono
Advertisement
Humayun Kabir

সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি? তৃণমূলের সাঁড়াশি আক্রমণে পড়ে ভোলবদল হুমায়ুনের

তৃণমূল কংগ্রেসের সাঁড়াশি আক্রমণের মুখে অবশেষে ভোলবদল করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।
Published By: Kousik SinhaPosted: 02:09 PM Jan 25, 2026Updated: 04:18 PM Jan 25, 2026

'২৬-এর বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি ১০০ আসন পেলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী। সরকার গড়তে বিজেপি সমর্থন দিলে নেব। এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের সাঁড়াশি আক্রমণের মুখে অবশেষে ভোলবদল করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির (Humayun Kabir)। সোশাল মিডিয়ায় হুমায়ুন কবীর নিজের প্রোফাইলে একটি নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন।

Advertisement

এদিন হুমায়ুন কবীর বলেন, আমি সেদিন স্পষ্ট করে বলেছিলাম- আগামী নির্বাচনে জনতা পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে আমরা পশ্চিমবঙ্গের স্বার্থে এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে কোনো গণতান্ত্রিক শক্তির সমর্থনে সরকার গড়তে পারি। আমি আরও বলেছিলাম, বিজেপির সমর্থন হোক কিংবা তৃণমূলের যে আমাদের শর্ত মেনে মানুষের উন্নয়নের পাশে দাঁড়াবে, আমরা তাদের সমর্থন নিয়েই চলব। দুঃখের বিষয়, তৃণমূল কংগ্রেস আজ এতটাই দিশেহারা যে, আমার পুরো বক্তব্য প্রকাশ করার সাহস তাদের নেই। ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি নষ্ট করা যায়। তৃণমূল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমার বক্তব্যের অর্ধাংশ ভিডিও পোস্ট করেছে। ধিক্কার জানাই ওদের।

বসিরহাটের মাওলানাবাগ দরবারে এসে হুমায়ুন কবীর বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু প্রসঙ্গে সরাসরি দাবি করেন, এটি আত্মহত্যা নয় একটি পরিকল্পিত খুন। তার অভিযোগ, ঘটনার প্রকৃত সত্য আড়াল করতে পরিকল্পিতভাবে একটি ভুয়া রিপোর্ট তৈরি করানো হয়েছে। তাঁর মতে, আত্মহত্যার তত্ত্ব সম্পূর্ণ মিথ্যা এবং খুনের ঘটনাকে ধামাচাপা দিতে প্রশাসনিক স্তরে নানা পরিকল্পনা হয়েছে। পাশাপাশি হুমায়ুন এদিন জানান, দীর্ঘদিন ধরে শিলান্যাস হয়ে থাকা বেলডাঙার বাবরি মসজিদের নির্মাণকাজ আগামী ১১ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে।

তাঁর কথায়, মসজিদের প্ল্যান ও জমি সবই প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত দিনেই নির্মাণকাজ শুরু হবে। এই প্রসঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "এই কাজে কেউ বাধা দিতে পারবে না।” মাওলানাবাগ দরবার থেকেই জানান, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement