shono
Advertisement

আগ্নেয়াস্ত্র হাতে রাস্তায় দাপাদাপি দুষ্কৃতীদের, দিনেদুপুরে তীব্র আতঙ্ক ইসলামপুরে

বন্ধ চা বাগানের জমি দখল ঘিরে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি।
Posted: 09:04 PM Sep 05, 2021Updated: 10:26 PM Sep 05, 2021

শংকর কুমার রায়, রায়গঞ্জ: চা বাগানের জমি দখল ঘিরে বচসা। উত্তর দিনাজপুরের (North Dinajpur)ইসলামপুরের দীর্ঘদিনের সমস্যা। কিন্তু রবিবার সেই সমস্যা ঘিরেই উত্তেজনা চরমে উঠল ভদ্রকালী গ্রামে। প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র (Arms) হাতে দাপাদাপি করে বেড়াল দুষ্কৃতীরা। সংঘর্ষে জড়িয়ে জখম বেশ কয়েকজন। ভিডিওটি ভাইরাল (viral video)হয়ে গিয়েছে। এলাকায় এতটা হিংসাত্মক ছবি দেখে রীতিমতো ভয়ে কাঁপছেন স্থানীয় বাসিন্দারা। যদিও উত্তর দিনাজপুরের পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, এ বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ তিনি পাননি। তা পেলে তদন্ত শুরু করবেন।

Advertisement

রাস্তার উপরে পাইপগান হাতে দুষ্কৃতী

 

রবিবার দুপুরে ইসলামপুর (Islampur) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভদ্রকালী গ্রামে বন্ধ চা বাগানের জমি দখল নিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেখা যায়, জমি নিয়ে বাকবিতন্ডার জেরে গ্রামবাসীদের মধ্যে মিশে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। তাদের হাতে ধরা পাইপগান থেকে গুলি চলেছে বলে অভিযোগ। চলে বোমাবাজিও (Bombing)। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিললেও, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে কেউ চিকিৎসার জন্য ভরতি হননি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ছররা গুলি চলেছে। তবে এভাবে পাইপগান হাতে রাস্তার উপর দুষ্ক়ৃতীদের দাপাদাপির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: দেহরক্ষী মৃত্যু মামলা: সোমবার CID’র তলব এড়াতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী]

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের এই এলাকায় বেশ কয়েকটি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। সেখানকার জমি বেআইনিভাবে দখলের উদ্দেশ্য রয়েছে এলাকার দুষ্কৃতীদের। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বও আছে। বারবারই দুই গোষ্ঠীর মধ্যে এ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। গুলিও চলেছে। কিন্তু রবিবারের মতো অশান্তি এর আগে কখনও দেখেছেন কি না, মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ফলে আতঙ্ক বেড়েছে। এদিকে, ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশি তৎপরতাও নেই।

[আরও পড়ুন: ভবানীপুর উপনির্বাচন এবং দুই কেন্দ্রের ভোটের প্রার্থী ঘোষণা করল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার