নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের। রবিবার বীরভূম (Birbhum) থেকে একইসঙ্গে রাজ্যের আরও তিনটি নয়া মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন তিনি। রবিবার সিউড়ির প্রশাসনিক সভা থেকে শিক্ষার পাশাপাশি রাস্তা, সেতু নির্মাণ, গ্রামীণ রাস্তা তৈরি, পর্যটন হাব ও দেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের সরকারি চাকরির নিয়োগপত্রও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের তিনটি নতুন মেডিক্যাল কলেজের একটি হবে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকে। মুখ্যমন্ত্রী তার নাম রাখলেন ‘তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ’। দ্বিতীয়টি হুগলির আরামবাগে, তার নাম প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ। তৃতীয়টি উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) – ‘বারাসত সরকারি মেডিক্যাল কলেজ’। ফলে রাজ্যের ৩০টি মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত হল আরও তিনটি নাম। ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বললেন, ‘‘চোখে তোমাদের ন্যাবা হয়েছে। শুধু বলে, কোথায় কাজ হয়েছে। তাই একটু ধরিয়ে দিলাম। বাংলার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আমি তাদের বলি, তোমরা কি চোখে দেখতে পাও না? ৩৪ বছরে সিপিএম কী করেছে? কটা বিশ্ববিদ্যালয়, কটা মেডিক্যাল কলেজ ছিল, কটা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পেয়েছ।’’ তার পরেই কেন্দ্রীয় সরকার ও তার শাসক দল বিজেপির উন্নয়নের পালটা হিসাবে তিনি জবাব চান, ‘‘বিজেপি বাংলা থেকে ১৮ জন সাংসদ পেয়েছ। কী করেছ?’’
[আরও পড়ুন: সহবাসের পর বিয়েতে ‘না’, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা তরুণীর]
উল্লেখ্য একই সঙ্গে শান্তিনিকেতনে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বোলপুরের শিবপুর মৌজায় ২০ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। ৬০০ কোটি টাকা খরচে সেটি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘রবীন্দ্রনাথের জায়গায় শান্তিনিকেতনের মতো পরিবেশে আরও একটা বিশ্ববিদ্যালয় শুরু করা গেল। সেখানে মেয়েদের হস্টেল হয়েছে। বড় ক্যাম্পাস হয়েছে। শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ, দুই বর্ধমান থেকেও ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।’’
[আরও পড়ুন: হাজতে শাহজাহানের শাগরেদ শিবু, মিষ্টিমুখ করে আনন্দ মাতলেন সন্দেশখালির মহিলারা]
লোকসভা নির্বাচনের আগে একই সঙ্গে রাজ্যে শিক্ষা প্রসারে মেডিক্যালের সঙ্গে উন্নত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে শিক্ষাবিদরা। সিউড়ি থেকে মুখ্যমন্ত্রীর বোলপুরে বিশ্ববিদ্যালয়ের ঘোষণার সময় সেখানে ছাত্রছাত্রী-অধ্যাপকদের সঙ্গে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সেখানে বলেন, এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠায় বীরভূম তো বটেই, পাশের জেলা মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে।