shono
Advertisement
Digha

দিঘার জগন্নাথ মন্দিরে শুরু পুজোপাঠ, প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও পোস্ট মমতার

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে নতুন গান বাঁধল তৃণমূল কংগ্রেসের আইটি সেল।
Published By: Sucheta SenguptaPosted: 07:22 PM Apr 25, 2025Updated: 07:48 PM Apr 25, 2025

রঞ্জন মহাপাত্র, দিঘা: 'জয় জগন্নাথ' নামে এখন মুখরিত বাংলার সৈকত শহর! হাতে গোনা মাত্র কয়েকটি দিন। আগামী সপ্তাহে অক্ষয় তৃতীয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। ঠিক এক সপ্তাহ আগে, গত বুধবার অর্থাৎ ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন আচার, অনুষ্ঠান। এই মুহূর্তে সেখানে একেবারে উৎসবের মেজাজ। শুক্রবার সেই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধনের আগেই যেভাবে ভক্তদের ঢল নেমেছে, তাতে বোঝাই যাচ্ছে যে বাংলায় জগন্নাথদেবের প্রতিষ্ঠা নিয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি।

Advertisement

দিঘার জগন্নাথ মন্দিরে সমস্ত আচার পালিত হচ্ছে পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতি। তাঁর তত্বাবধানেই গত বুধবার থেকে দিঘায় শুরু হয়েছে ধর্মীয় কর্মকাণ্ড। ওইদিন বাস্তুপুজো দিয়ে শুরু হয় আচার পালন। বৃহস্পতিবার থেকে যজ্ঞ চলছে। ওইদিন কলস পুজোও হয়েছে। তাতে শামিল হন এলাকার বহু মহিলা। শুক্রবার হয়ে গেল সিংহাসন পুজো। এরপর কয়েকদিন চলবে নানা আচার অনুষ্ঠান। হাজার ব্যস্ততার মধ্যেই 'সংবাদ প্রতিদিন'-এর সঙ্গে ফোনে কথা বললেন রাজেশ দৈতাপতি। জানালেন, তিনি নিজে গোটা কর্মযজ্ঞ দেখভাল করছেন। শনি, রবিবারও বিশেষ রীতি পালিত হবে। এরপর মঙ্গলবার বড় যজ্ঞ এবং মঙ্গলবার উদ্বোধন।

জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের আইটি সেল একটি গান তৈরি করেছে। আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যর ভাবনায় সেই গানের কথা লিখেছেন অভিযান ভট্টাচার্য। 'জগন্নাথের নাম নিয়ে চল দীঘা ধাম' গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। গানটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে দলের আইটি সেল। এছাড়া এত বড় কর্মকাণ্ড নিয়ে নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ''হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা নিয়ে আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে নিয়ে আসছি। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তাঁর মন্দির উদ্বোধন হবে। প্রাণপ্রতিষ্ঠার আচার সম্পন্ন হয়েছে। কলস যাত্রাও হয়েছে অত্যন্ত ভক্তিভরে। ভক্তদের অন্তরের এই শ্রদ্ধা আমাদের আনন্দিত করে তুলছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে শুরু নানা আচার-অনুষ্ঠান।
  • সেসব ভিডিও পোস্ট করে জনতার ভক্তির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
Advertisement