shono
Advertisement
Dilip Ghosh

'আন্দোলনের উদ্দেশ্যই ছিল মমতাকে রক্ষা', আর জি কর ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

দিলীপের কথায়, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যাদের এতে হাত ছিল তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা।" পালটা দিয়েছেন বিরোধীরাও।
Published By: Tiyasha SarkarPosted: 10:44 AM Nov 06, 2024Updated: 10:45 AM Nov 06, 2024

বিক্রম রায় কোচবিহার: আর জি কর আন্দোলন নিয়ে তোলপাড় বাংলা। এই পরিস্থিতিতে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যাদের এতে হাত ছিল তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা।" পালটা দিয়েছেন বিরোধীরাও।

Advertisement

আগামী ১৩ নভেম্বর বাংলার ৬ আসনে উপনির্বাচন। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছে সব দল। বুধবার সকালে কোচবিহারে প্রচারে যান বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই একাধিক ইস্যুতে নিশানা করেন শাসকদলকে। ওঠে আর জি কর ইস্যু ও আন্দোলন প্রসঙ্গ। তখনই বিস্ফোরক দাবি করেন দিলীপ। তাঁর কথায়, জুনিয়র ডাক্তাররা একটা চিন্তাভাবনা থেকে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তীতে তা অন্যদিকে মোড় নেয়। কারণ, পিছন থেকে কেউ বা কারা আন্দোলনকে পরিচালনা করেছে। যাদের উদ্দেশ্যই ছিল মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। তাই এতবড় আন্দোলনে মু্খ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি স্লোগানও তোলা হয়নি। গোটা বিষয়টা আদতে জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারেননি বলেই দাবি বিজেপি নেতার। তাঁর কথায়, "আন্দোলন অন্ধকারে।"

তবে কাদের বিঁধলেন দিলীপ ঘোষ? শাসকদল বারবার দাবি করেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে রয়েছে বাম-বিজেপি। লিবারেশনের প্রচ্ছন্ন মদতের ইঙ্গিতও মিলেছে। এই পরিস্থিতিতে কি বামেদেরই বিঁধলেন দিলীপ? নাকি দলের নেতাদের খোঁচা দিতেই এই মন্তব্য? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এদিন সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখার কথাই বলেছেন দিলীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর আন্দোলন নিয়ে তোলপাড় বাংলা।
  • এই পরিস্থিতিতে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • বললেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যাদের এতে হাত ছিল তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা।" পালটা দিয়েছেন বিরোধীরাও।
Advertisement