সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে দুর্গাপুজো। তার পর কালীপুজো। এবারে বাঙালির জগদ্ধাত্রী পুজোর পালা। তার জন্য চন্দননগরে এখন সাজো সাজো রব। তৈরি হচ্ছে নানা থিমের আলো। চলছে প্রশাসনিক প্রস্তুতিও। আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে বিসর্জনের জমকালো শোভাযাত্রা কাউন্টডাউন। এই প্রথম শোভাযাত্রার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চন্দননগরের কেন্দ্রীয় কমিটি।
ছবি: ফেসবুক
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা মানেই আলাদা আকর্ষণ। প্রতিবছর তা দেখতে প্রচুর মানুষ যান সেখানে। কিন্তু সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়। সেই কারণেই এই ব্যবস্থাপনা। যাতে সারা বিশ্বের মানুষ জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার জমকালো আয়োজনের সাক্ষী হতে পারে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ। কিন্তু শোভাযাত্রার লাইভ সম্প্রচার কোথায় দেখতে পাবেন? কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে সরাসরি এই সম্প্রচার হবে (https://www.facebook.com/ChandannagarCentral1956)।
জগদ্ধাত্রী পুজোর নাম আসলেই চন্দননগরের নাম উঠে আসে। তবে ইতিহাস থেকে জানা যায় এই পুজো শুরু হয় কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। জলঙ্গী তীরবর্তী এই শহরে পুজো হয় মহানবমীর দিনে। তবে পরে শুরু হওয়া চন্দননগরের পুজো চারদিনই হয়। এবারও জাঁকজমক করেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতীক্ষার দিন গুনছেন এলাকাবাসী।
চন্দননগরে এখন ১৭৭টি পুজো কমিটি কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ১৩৩টি পুজো চন্দননগরের এবং ৪৪টি ভদ্রেশ্বরের। আগামী শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর সপ্তমীর পুজো শুরু হয়ে যাবে। অষ্টমী শনিবার ৯ তারিখ। আর মহানবমী ১০ তারিখ। মূলত এই দিনেই আড়ম্বর বেশি হয়। জানা গিয়েছে, এবার মোট ৬৯টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। লরির সংখ্যা ২৪৫। শোভাযাত্রা শুরু হবে আগামী ১১ নভেম্বরের সন্ধ্যা থেকে, আর তা চলবে ১২ নভেম্বরের ভোরবেলা পর্যন্ত।