সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর কমিটিতে জায়গা না পেয়ে গতকালই অভিমানে নিজের রাঢ়বঙ্গের পর্যবেক্ষক পদ ছেড়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। এবার ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বললেন, “অযোগ্য নেতাদের নেতৃত্ব মানা কঠিন।” এদিকে ফেসবুকে লিখলেন, “শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই।”
গত সোমবার বিজেপির ২০ সদস্যের কোর কমিটি (Core Committee) প্রকাশিত হয়েছে। তাতে কোথাও নাম নেই সৌমিত্র খাঁ’র। এমনকী যুব মোর্চারও কোনও পদে নেই। সেখানে লকেট অগ্নিমিত্রা পলকে রাখা হয়েছে। অথচ এতদিন পর্যন্ত তিনি দলের যথেষ্ট ভরসাযোগ্য ছিলেন। যুব মোর্চার (Yuva Morcha) শীর্ষ পদ সামলানো থেকে পঞ্চায়েত ভোটে নিজের সংসদীয় এলাকার সংগঠনের নজর দেওয়া, তাঁর উপর দায়িত্ব সঁপেছিল গেরুয়া ব্রিগেড। তা দক্ষতার সঙ্গেই সামলেছেন তিনি। এত কিছুর পরও কোর কমিটিতে কেন তাঁর ঠাঁই হল না, তা নিয়ে অভিমানী হয়ে পড়েন সৌমিত্র খাঁ। তাই রাঢ়বঙ্গের পর্যবেক্ষক হিসেবেও তিনি থাকতে চান না। গতকালই ওই পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র পাঠান তিনি।
[আরও পড়ুন: সোদপুরে ‘শ্লীলতাহানি’র শিকার ইউটিউবার মন্টি রায়, প্রতিবাদ করায় খুনের হুমকি! ভাইরাল ভিডিও]
এই পরিস্থিতিতে বুধবার নতুন কোর কমিটি প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করেন সৌমিত্র খাঁ। বলেন, “অযোগ্য নেতৃত্ব মানা কঠিন। উনি আগে নিজের এলাকায় কিছু জিতে দেখান।” সুকান্ত মজুমদারের কারণেই কোর কমিটিতে অযোগ্যরা ঠাঁই পেয়েছেন বলেও দাবি করেন তিনি। এর পাশাপাশি সৌমিত্র খাঁ স্পষ্ট করে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ছাড়া কাউকে বঙ্গ বিজেপির কাউকেই নেতা বলে মানেন না তিনি। এদিন ফেসবুকে সৌমিত্র খাঁ লেখেন, “ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল” এটা আমি সর্বদা বলবই।” অর্থাৎ আগেও দলের তরফে আশানুরূপ আচরণ পাননি বলে উষ্মা প্রকাশ করলেন তিনি।