shono
Advertisement
Shantanu Thakur

'এটুকু সহ্য করতে হবে...', SIR-এ ১ লক্ষ মতুয়ার নাম বাদের ইঙ্গিত শান্তনুর

শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল মতুয়াদের।
Published By: Tiyasha SarkarPosted: 08:44 AM Dec 23, 2025Updated: 02:24 PM Dec 23, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআরের (SIR in Bengal) ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে! এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। এরই মাঝে শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল কয়েকগুণ।

Advertisement

সোমবার বনগাঁর গাড়াপোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে শান্তনু বলেন, "ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়। সেখানে ১ লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত।" এরপর এর কারণ হিসাবে তাঁর যুক্তি, "ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল।"

এদিন অবশ্য শান্তনু ঠাকুর মতুয়া উদ্বাস্তুদের ভরসাও জুগিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন করেছেন। সকলেই নাগরিকত্ব এবং ভোটাধিকার পাবেন। এ প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "আমরা বহুদিন ধরে বলে আসছি বিজেপি মতুয়াদের ভাঁওতা দিচ্ছে। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে।" প্রসঙ্গত, খসড়া ভোটার লিস্ট প্রকাশের আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, মতুয়াদের একটা বড় অংশের নাম নেই তালিকায়। সব থেকে বেশি নাম নাকি বাদ গিয়েছে গাইঘাটায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে! এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
  • ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ।
  • এরই মাঝে শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল কয়েকগুণ।
Advertisement