shono
Advertisement
TMC

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং! উত্তর বারাকপুরে নয়া রাজনৈতিক সমীকরণ, কী বলছেন পার্থ

সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন।
Published By: Kousik SinhaPosted: 09:41 PM Dec 22, 2025Updated: 09:43 PM Dec 22, 2025

অর্ণব দাস, বারাকপুর: সম্প্রতি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। এর মধ্যেই উত্তর বারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর বাড়িতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন 'বিদ্রোহী' নেত্রী? বিজেপি নেতা অর্জুন সিংকে পাশে বসিয়েই শ্রাবণী কাশ্যপীর দাবি, "তৃণমূলে থেকে আমরা যেভাবে অপমানিত, অবহেলিত হয়েছি সেটা সহ্য করা যায় না। কাউন্সিলর হয়ে আমি যোগ্য সম্মান পাইনি, আমার কথার কোনও মূল্য ছিল না। এছাড়াও তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই দল করা যায়না। তাই আমরা অর্জুন সিংয়ের সান্নিধ্যে বিজেপি করতে চাই।"

Advertisement

তৃণমূল কাউন্সিলারের স্বামী মৃণ্ময় কাশ্যপী একদা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। তিনি জানালেন, "রাজনৈতিক কারণে ছায়া সঙ্গী ছিলাম। তবে তাঁর কথা যতটা কম বলা যায় ভালো। অর্জুন সিং সবসময় আমাদের পাশে থাকে। তাই বিজেপিতে যোগ দিতে চাই।" তবে, যোগদানের জল্পনা উস্কে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ওঠা খাদ্য কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। তিনি বলেন, "আমাদের সঙ্গে ওর (মৃণ্ময়) সম্পর্ক তো ছিলই। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার জন্য মৃণ্ময়ের অনেকটা সহযোগিতা ছিল।"

শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপি নেতার আরও দাবি, "ওনারা ঠিক করবেন, বিজেপিতে যোগ দেবেন কি না। যদি চায় আবেদন করবে। দল বিবেচনা করবে।" গোটা ঘটনা প্রসঙ্গে বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বক্তব্য, "কাউন্সিলরের স্বামী লোকসভা ভোটের সময় থেকে বিজেপিকে সাহায্য করছে। সকলের এটা জানা। তাই এনিয়ে বলার কিছু নেই।" অর্জুন সিংয়ের সঙ্গে এই সাক্ষাৎ ঘিরে তৃণমূল কাউন্সিলরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, সঙ্গে উত্তর বারাকপুরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তর বারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর বাড়িতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।
  • বিজেপিতে যোগ দিচ্ছেন 'বিদ্রোহী' নেত্রী?
Advertisement