shono
Advertisement

Breaking News

দু’বছর পর ২৪ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠান, বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্বভারতীর

গত বছর ছাত্র আন্দোলনের জেরে বাতিল হয় সমাবর্তন অনুষ্ঠান।
Posted: 09:28 PM Feb 20, 2023Updated: 09:28 PM Feb 20, 2023

নন্দন দত্ত, বীরভূম: দু’বছর পর বিশ্বভারতীতে (Visva Bharati) সমাবর্তন অনুষ্ঠান। শুরু হয়ে গেল প্রস্তুতি। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনে অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ওই দিন সকাল ৯টায় প্রথা মেনে আম্রকুঞ্জের জহর বেদিতে সমাবর্তন অনুষ্ঠানের সূত্রপাত হবে।

Advertisement

বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ছাত্রছাত্রীদের কাছে এক পরমপ্রাপ্তির দিন। ছাত্রছাত্রীরা আচার্যের কাছ থেকে ছাতিম পাতা ও শংসাপত্র এবং দীক্ষান্ত ভাষণের মধ্যে দিয়ে বিশ্বভারতী থেকে শিক্ষালাভের অধ্যায় সমাপ্ত করেন এদিন। পদাধিকার বলে দেশের প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য। আচার্যের কাছ থেকে ছাতিম পাতা গ্রহণ করবেন পড়ুয়ারা, এটাই রীতি। কিন্তু ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এই রীতিতে ছেদ পড়েছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সময় থেকে। এরপর থেকে আচার্যের কাছ থেকে ছাতিম পাতা নেওয়ার সৌভাগ্য হয়নি পড়ুয়াদের। তবে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্র মোদি (Narendra Modi)। শেষবার শান্তিনিকেতনে আচার্য হিসেব মোদি এসেছিলেন ২০১৮ সালে ২৫ মে ।

[আরও পড়ুন: রামনগরে উলটপুরাণ! তৃণমূল-বিজেপি ছেড়ে একযোগে সিপিএমে ৯২০ পরিবার]

প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনের জেরে তা বাতিল হয়। তবে এবার সমাবর্তন উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সংগীত ভবনের ছাত্রছাত্রীর মহড়া দিচ্ছেন, জহরবেদী প্রাঙ্গণে আঁকা হচ্ছে মঙ্গল আলপনা। এবারে অন্যতম অতিথি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাজসাজো রব। এখনও অব্যাহত ছাত্র আন্দোলন এবং অমর্ত্য সেনের জমি বিতর্কের মাঝে কেমন হয় বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: মিড ডে মিলে স্পেশ্যাল মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক পড়ুয়া! স্কুল ঘেরাও করে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement