Corona Virus: গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য Kolkata, চিন্তা বাড়াচ্ছে দার্জিলিঙের সংক্রমণ

07:47 PM Jul 17, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) বিরুদ্ধে লড়াইয়ে ধীরে ধীরে এগোচ্ছে রাজ্য। দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও মৃত্যু কমেছে অনেকটা। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) করোনায় একজনেরও মৃত্যু হয়নি। রাজ্যজুড়ে একদিনে কোভিডে মৃতের সংখ্যা ৮। 

Advertisement

শনিবার সন্ধেয় স্বাস্থ্যভবনের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর সাক্ষি থেকেছে হুগলি। সেখানে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। বাকিরা পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। রাজ্যের মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ। এ পর্যন্ত এ রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৮৮ জনের।

[আরও পড়ুন: রাত ৯টার পর রাস্তায় বেরলেই জরিমানা, Corona রুখতে কড়া হচ্ছে রাজ্য]

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৯ জনের। যা গত কয়েকদিন তুলনায় বেশকিছুটা বেশি। সবচেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে দার্জিলিংয়ে। একদিকে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। পর্যটনস্থল গুলিতে যেভাবে ভিড় বাড়ছে। তা নিয়ে চিন্তায় প্রশাসন। সংক্রমণ রুখতে ইতিমধ্যে একাধিক কড়া নিয়ম জারি করা হয়েছে সেখানে।  দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৮)। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৬২ জন। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জন। তাঁদের মধ্যে মাত্র ১৩ হাজার ৩৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজ্যে পজিটিভিটির হার দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশ।

Advertising
Advertising

ইতিমধ্যে এ রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২ জন। সর্বাধিক কোভিডজয়ীর হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেখানে সুস্থ হয়েছেন ১১১ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৯৪ শতাংশ।

[আরও পড়ুন: মহিলাকে ‘ধর্ষণের পর খুনের চেষ্টা’! পথ অবরোধ-পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে উত্তপ্ত মহেশতলা]

Advertisement
Next