shono
Advertisement
Bagda

বাংলাদেশিদের ভারতীয় সাজাতে নকল আধার-ভোটার! বাগদায় গ্রেপ্তার সিপিএম নেতা

কন্যাশ্রীর টাকা তছরূপ, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগও সামনে এসেছে।
Published By: Suhrid DasPosted: 05:44 PM Aug 08, 2025Updated: 06:37 PM Aug 08, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পেশায় স্কুলের ক্লার্ক। এলাকায় পরিচিত সিপিএম নেতা হিসেবে। এসবের আড়ালেই চলত ভুয়ো নথি তৈরির কারবার! পুলিশি অভিযানে গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি। ধৃতের নাম স্বপন সাধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী এলাকায়। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাঁর তৈরি ভুয়ো নথি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত বলে অভিযোগ উঠেছে। 

Advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। পুলিশ-প্রশাসন বিভিন্ন সময় তল্লাশি চালিয়ে অনুপ্রবেশকারী-সহ দালালদের গ্রেপ্তার করেছে। ভুয়ো নথিপত্র তৈরি করা ব্যক্তিদেরও গ্রেপ্তারি চলছে। সেই সূত্র ধরেই এবার পুলিশের জালে এই সিপিএম নেতা। জানা গিয়েছে, জাল নথি তৈরির দায়ে বুধবার বাগদা থানার পুলিশ পাথুরিয়া এলাকা থেকে নিশিকান্ত সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে বেশ কিছু ভুয়ো আধার, ভোটার কার্ড-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। ওই ব্যক্তিকে জেরা শুরু করে পুলিশ। জেরায় নাম উঠে আসে এই সিপিএম নেতার।

বৃহস্পতিবার রাতে বাগদা থানার পুলিশ সিন্দ্রানী এলাকায় স্বপন মধুর বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প উদ্ধার হয়েছে। এছাড়াও একাধিক জন্ম ও মৃত্যু শংসাপত্র, স্থানীয় বিভিন্ন স্কুলের শংসাপত্রের প্যাড, বহু দপ্তরের রবার স্ট্যাম্প মিলেছে। বাড়ি থেকে এছাড়াও বহু নথি উদ্ধার হয়েছে। এরপরেই ওই সিপিএম নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি স্থানীয় পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন বলে খবর। স্কুলের কন্যাশ্রীর টাকা তছরূপ, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে রয়েছে বলে খবর।

ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন বালা বলেন, "সিপিএম মুখে বড় বড় কথা বলে। অথচ তার দলের নেতারা এরকম দু'নম্বরী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তার বাড়ি থেকে একাধিক ভুয়ো কাগজ উদ্ধার করেছে। কত দু'নম্বরী কাজ হয়েছে, তার ঠিক নেই।" সিপিএম এই বিষয়ে সিপিএম মুখে কুলুপ এঁটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেশায় স্কুলের ক্লার্ক। এলাকায় পরিচিত সিপিএম নেতা হিসেবে।
  • এসবের আড়ালেই চলত ভুয়ো নথি তৈরির কারবার! পুলিশি অভিযানে গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি।
Advertisement