shono
Advertisement
CPIM

কাটবে কি শূন্যের গেরো? বাংলা বাঁচাও যাত্রা শেষেও প্রশ্ন সিপিএমের অন্দরেই

উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত, সুজন চক্রবর্তী, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যরা।
Published By: Subhankar PatraPosted: 09:27 AM Dec 18, 2025Updated: 09:28 AM Dec 18, 2025

স্টাফ রিপোর্টার, বারাকপুর: গত ২৯ নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা বুধবার শেষ হল বেলঘরিয়ার দেওয়ান পাড়া মাঠে। যদিও জনসংযোগের এই পদযাত্রা কর্মসূচি আগামী বছর বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্যের গেরো কাটাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই গেল পার্টির অন্দরে।

Advertisement

এদিন সন্ধ্যায় সমাপ্তি সমাবেশ। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত, সুজন চক্রবর্তী, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যরা। সেখানেই বক্তব্যে সেলিম সরব হন ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক থেকে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে আক্রান্ত হওয়ার ঘটনায়।

আর জি কর কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও আঙুল তোলেন তিনি। বলেন, "আগামী দিনের লড়াই তীব্র করার জন্য, মানুষের কথা জানার জন্য আমরা এই যাত্রার মাধ্যমে চেষ্টা করেছি। যে বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছিল বামপন্থীরা সেই রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের যাত্রা এখানে শেষ নয়, নতুন করে লড়াই শুরু। নতুনদের তেজ আর বয়স্কদের অভিজ্ঞতা নিয়ে ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়তে হবে।" সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়ও বক্তব্য রাখেন এদিনের সমাবেশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২৯ নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা বুধবার শেষ হল বেলঘরিয়ার দেওয়ান পাড়া মাঠে।
  • যদিও জনসংযোগের এই পদযাত্রা কর্মসূচি আগামী বছর বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্যের গেরো কাটাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকেই গেল পার্টির অন্দরে।
  • উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত, সুজন চক্রবর্তী, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যরা।
Advertisement